Aadhar Card: ‘ভোটের আগে ভয়ের আবহ তৈরির জন্যই এটা?’, আধার নিয়ে মোদীকে চিঠি মমতার
Mamata Banerjee: মমতা নবান্ন থেকে এদিন বলেন, "আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, আঁধার জগতে মানুষ তাদের ফেলবে। গরিবদের বলব কোনও অসহায়তা নেই, আমাদের জানান। বিকল্প কার্ড দেব আমরা। রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী, সব পাবেন।"
কলকাতা: আধার কার্ড নিয়ে এ রাজ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সে প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। এরপরই এই চিঠি সামনে আসে।
চিঠিতে মমতা লেখেন তিনি ‘স্তম্ভিত।’ চিঠিতে উল্লেখ করেন, ‘জানতে পেরেছি দিল্লির UIDAI কোনও ফিল্ড এনকোয়ারি ছাড়া এই নোটিস দিয়েছে। রাজ্যকে না জানিয়েই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিস পাঠিয়েছে একাধিক বাড়িতে। আগাম না জানিয়ে কীভাবে এটা করা হতে পারে অবাক লাগছে।’ একইসঙ্গে মমতা লেখেন, এ নিয়ে তফসিলি ফেডারেশন তাঁকে জানিয়েছে। মমতার প্রশ্ন, লোকসভা ভোটের আগে এটা কি ভয়ের আবহ তৈরি করার জন্য করা হল?
মমতা নবান্ন থেকে এদিন বলেন, “আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন, মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, আঁধার জগতে মানুষ তাদের ফেলবে। গরিবদের বলব কোনও অসহায়তা নেই, আমাদের জানান। বিকল্প কার্ড দেব আমরা। রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী, সব পাবেন।”
যদিও এ নিয়ে বিজেপির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আশঙ্কার কোনও কারণ নেই। প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতের পর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হয়ে যাবে। এরজন্য ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে, জানান শান্তনু ঠাকুর।