৩৪ দিন পর রাজ্যের দৈনিক মৃত্যু নামল ১০০-র নীচে, আক্রান্ত সাড়ে ৫ হাজারের কম

গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৬ হাজার ৯৬১ কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৯ হাজার ৯২৫।

৩৪ দিন পর রাজ্যের দৈনিক মৃত্যু নামল ১০০-র নীচে, আক্রান্ত সাড়ে ৫ হাজারের কম
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 7:38 PM

কলকাতা: ঠিক একমাস ৪ দিন পর রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ১০০-র নীচে। এর আগে গত ৩ মে শেষবার রাজ্যের দৈনিক মৃত্যু ছিল ১০০-র কম। ৪ মে থেকে দৈনিক মৃত্যুর হার বাড়তে বাড়তে একসময় তা ১৬০-এর উপর চলে গিয়েছিল। আজ, মঙ্গলবার অবশেষে তা নেমে এল তিন সংখ্যার নীচে। স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণও। পজিটিভিটির হার ১০ শতাংশের কমই রয়েছে।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৮৭ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১০৩। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৬ হাজার ৯৬১ কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৯ হাজার ৯২৫।

অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রমশ নিম্নমুখী পজিটিভিটির হারও। সপ্তাহতিনেক আগের ২০ শতাংশ থেকে কমে বর্তমানে তা কমে ৯.৪ শতাংশ। তবে এই হার ৫ শতাংশের নীচে এলে তবেই বিধিনেষেধের রাশ কিছুটা আলগা করা যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৬০ হাজার ১৭৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৪৪ কোটি ডোজ় ভ্যাকসিন অর্ডার দিল কেন্দ্র

সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। মে মাসের প্রথমে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৪ হাজারের দোরগোড়ায়। আজ তা কমে হয়েছে ৫২৮। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২১ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ১ হাজারের দোরগোড়ায়। একদিনে ১ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন: এনআরসি করতে হবে রাজ্যে’, শাহের ‘ক্রোনোলজি’ এ বার শুভেন্দুর কণ্ঠে