e Education Minister Bratya Basu: ‘যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে’, অমিত শাহকে তোপ ব্রাত্য বসুর - Bengali News | West Bengal Education Minister Bratya Basu attacked Union Home Minister Amit Shah | TV9 Bangla News

Education Minister Bratya Basu: ‘যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে’, অমিত শাহকে তোপ ব্রাত্য বসুর

| Edited By: জয়দীপ দাস

Dec 30, 2025 | 8:45 PM

Bratya Basu on Amit Shah: ব্রাত্য বলেন, “একুশের ভোটের সময়েও স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন। এবারও ঘন ঘন আসছেন। আসার মাত্রাটা এবার কমে যাবে। কারণ যত দিন যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি সরকারের চতুর্থবারের জন্য শপথ নেওয়াটা স্পষ্ট হবে। ওটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। ফলে যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে।”

কলকাতা: ফের একবার এসআইআর নিয়ে সুর চড়াতে দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তোপের পর তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। খানিক খোঁচা দিয়ে বললেন, “এসআইআর করে তো বিজেপি আসলে ভয়ের পরিবেশ তৈরি করেছে। একুশের ভোটের সময়েও স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন। এবারও ঘন ঘন আসছেন। আসার মাত্রাটা এবার কমে যাবে। কারণ যত দিন যাবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি সরকারের চতুর্থবারের জন্য শপথ নেওয়াটা স্পষ্ট হবে। ওটা কেবলমাত্র সময়ের অপেক্ষা। ফলে যাওয়া আসা আর স্রোতে ভাসাই হবে।”