Mamata Banerjee: ‘এত্ত ছোট ঘরে কীভাবে থাকেন?’, মমতার ঘর দেখে বিস্মিত রাজ্যপাল

Mamata Banerjee Kali Puja: সোমবার সন্ধে সাতটা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছান রাজ্যপাল লা গণেশন। রাজ্যপালকে নিয়ে নিজের বাড়ি ঘুরিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: 'এত্ত ছোট ঘরে কীভাবে থাকেন?', মমতার ঘর দেখে বিস্মিত রাজ্যপাল
কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 11:16 AM

কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে সোমবার কালীপুজো ছিল। আর সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বাড়ির পুজোয় গিয়েছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)। সেই সময় রাজ্যপালকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখান মুখ্যমন্ত্রী। নিজে যে ঘরে থাকেন, সেই ঘরটিও দেখাতে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর থাকার ঘর দেখে খানিক অবাক রাজ্যপাল লা গণেশন। এত ছোট্ট ঘর! কীভাবে থাকেন? এমন প্রশ্নও বেরিয়ে আসে তাঁর মুখ থেকে।

সোমবার সন্ধে সাতটা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছান রাজ্যপাল লা গণেশন। রাজ্যপালকে নিয়ে নিজের বাড়ি ঘুরিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী। প্রায় ৩৫ মিনিট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন লা গণেশন। প্রসঙ্গত, অতীতে জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন, রাজ্য-রাজ্যপাল সম্পর্ক বার বার ধাক্কা খেয়েছিল। টুইট, পাল্টা টুইটে বার বার উঠে এসেছে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাতের বাতাবরণ। তবে লা গণেশন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্য – রাজ্যপাল সম্পর্ক অনেকটা মসৃণ হয়েছে।

এর আগে কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসা হয়ে ওঠেনি রাজ্যপাল লা গণেশনের। মমতার বাড়ির কালীপুজো উপলক্ষ্যেই গতকাল প্রথমবার কালীঘাটের বাড়িতে আসেন তিনি। সেখান বেশ কিছুক্ষণ সময় কাটান পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। তাঁকে নিজের বাড়ি ঘুরে দেখান মমতা। আর তা দেখেই তাজ্জব হয়ে গিয়েছেন রাজ্যপাল। কীভাবে এত ছোট ঘরে মুখ্যমন্ত্রী থাকেন? তা নিয়ে বিষ্ময়ও লুকিয়ে রাখেননি তিনি। রাজ্য তথা গোটা দেশের এমন হেভিওয়েট নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীয়… তাঁর থাকার ঘর এত ছোট? এ যেন কল্পনাই করতে পারছেন না রাজ্যপাল লা গণেশন। এদিন প্রায় আধ ঘণ্টার কিছু বেশি সময় কালীঘাটে মমতার বাড়িতে থাকেন রাজ্যপাল লা গণেশন। সৌজন্য বিনিয়ম করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ও সাংবিধানিক প্রধান। প্রায় মিনিট পয়ত্রিশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় কাটানোর পর বেরিয়ে যান রাজ্যপাল।