Supreme Court: VC নিয়োগে বোসের হস্তক্ষেপ নাপসন্দ রাজ্যের, সুপ্রিম ‘দুয়ারে’ আজ ফের রাজ্য বনাম রাজ্যপাল

West Bengal Universities: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ কতটা যৌক্তিক? তা নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। ইতিপূর্বেই সুপ্রিম কোর্টে একদফা শুনানি হয়ে গিয়েছে এই বিষয়ে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এই মামলার শুনানির কথা রয়েছে।

Supreme Court: VC নিয়োগে বোসের হস্তক্ষেপ নাপসন্দ রাজ্যের, সুপ্রিম 'দুয়ারে' আজ ফের রাজ্য বনাম রাজ্যপাল
সুপ্রিম কোর্টে আজ ফের মুখোমুখি রাজ্য ও রাজ্যপালImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 8:59 AM

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ চরমে উঠেছে। সম্প্রতি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। যা একেবারেই না-পসন্দ রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একাধিকবার ফুটে উঠেছে সে কথা। আর এরই মধ্যে এই বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুক্রবার এই নিয়ে ফের একবার সুপ্রিম দুয়ারে মুখোমুখি হচ্ছে রাজ্য সরকার ও রাজ্যপাল।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ কতটা যৌক্তিক? তা নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। ইতিপূর্বেই সুপ্রিম কোর্টে একদফা শুনানি হয়ে গিয়েছে এই বিষয়ে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এই মামলার শুনানির কথা রয়েছে। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে রাজ্য সরকার ও রাজ্যপালকে নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করে নেয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে দু’পক্ষের কোনও আলোচনা এখনও দেখা যায়নি। এমন অবস্থায় শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে মামলা কোন দিকে মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। রাজ্য সরকারের তরফে বা রাজ্যপালের তরফে কী বক্তব্য রাখা হয় আদালতে, সেই দিকেই নজর সকলের।

কারণ, সাম্প্রতিক কিছুদিনে রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ ক্রমেই বেড়েছে। বিবৃতি, পাল্টা বিবৃতি… সবই দেখা গিয়েছে। শীর্ষ আদালতের থেকে আলোচনা করে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হলেও, দু’পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এমন অবস্থায়, আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে নতুন করে ফের আলোচনার বার্তা দেওয়া হয় নাকি, আরও বড় কোনও নির্দেশ আসে, সেদিকে তাকিয়ে সব পক্ষ।