HS Examination 2022: উচ্চমাধ্যমিকের খাতায় যা লিখলে বাতিল হয়ে যাবে পরীক্ষা, জানিয়ে দিল সংসদ
HS: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
কলকাতা: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। কোভিডের আবহে পরীক্ষা, তাই হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই পরীক্ষার পরিচালন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন অপরাধে একজন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল হতে পারে। একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে সেখানে। উল্লেখযোগ্যভাবে, কোনও পরীক্ষার্থী যদি উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লেখে, তাহলে সেই উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে। এছাড়াও বেশ কিছু জিনিস উত্তরপত্রে চোখে পড়লে বা পরীক্ষার্থীর কাছে থাকলে বাতিল হতে পারে পরীক্ষা।
যে সব কারণে বাতিল হতে পারে পরীক্ষা-
- যদি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর কাছ থেকে কোনও বই, বইয়ের পাতা, লেখা কোনও কাগজ বা আপত্তিকর কিছু পাওয়া যায়।
- পরীক্ষার্থীর কাছ থেকে যদি কোনও প্রশ্নপত্র বা কোনও কাগজ পাওয়া যায়, যাতে প্রশ্ন সম্পর্কিত কোনও উত্তর লেখা আছে।
- যদি উত্তরপত্রে অশোভন বাক্য বা ছবি আঁকা হয়। কোনও রাজনৈতিক স্লোগান লেখা হয়।
- যদি প্রশ্নোত্তর লেখার সময় ইলেকট্রনিক্স মাধ্যম বা মোবাইল ফোনের সাহায্য নেওয়া হয়।
- যদি উত্তরপত্রের মধ্যে চিঠি, টাকা ইত্যাদি রেখে নিরীক্ষক বা পরীক্ষককে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়।
- যদি অন্য কোনও পরীক্ষার্থীকে উত্তর লিখতে সাহায্য করা হয় বা কারও থেকে সাহায্য নেওয়া হয়।
- যদি অন্য কোনও পরীক্ষার্থী বা বাইরে কারও সঙ্গে কথা বলা হয়।
- যদি পরীক্ষা চলাকালীন কেউ প্রশ্নপত্র নিয়ে বাইরে বের হয়।
আরও পড়ুন: CM Mamata Banerjee: ভিডিয়ো: হাসি মুখে ময়দার লেচিতে পাক, পাকদণ্ডীর ধারে দাঁড়িয়ে মোমো বানালেন মমতা
আরও পড়ুন: HS Examination 2022: উচ্চমাধ্যমিকে টোকাটুকি হলে চোকাতে হবে বড় মূল্য, কড়া ঘোষণা সংসদের