HS Examination 2022: উচ্চমাধ্যমিকে টোকাটুকি হলে চোকাতে হবে বড় মূল্য, কড়া ঘোষণা সংসদের
Higher Secondary: আগামী ২ এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
কলকাতা: এই প্রথমবার হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022) হতে চলেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সবরকম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তারা কঠোর ব্যবস্থা নেবে বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। হোম সেন্টারে পরীক্ষা মানেই পরীক্ষার্থীদের চেনা ক্লাসরুমে বসে পরীক্ষা দেওয়া। শিক্ষামহলের একাংশের আশঙ্কা, এর জেরে টোকাটুকি হতে পারে। যদিও সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি হলে বা গণ টোকাটুকির মতো ঘটনা ঘটলে স্কুলের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ করেছে সংসদ।
আগামী ২ এপ্রিল শনিবার থেকে শুরু হচ্ছে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এবার মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৫ হাজার জন। মোট পরীক্ষা কেন্দ্র ৬৭৮৭টি। এই প্রথমবার পরীক্ষার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক অর্থাৎ ‘সাবজেক্ট টিচার’ পরীক্ষাকেন্দ্রে থাকতে পারবেন না। কোনও পরীক্ষাকেন্দ্রে টোকাটুকি হলে সেই স্কুলের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে।
নিঃসন্দেহ এই ‘অনুমোদন বাতিল’-এর হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ। এ প্রসঙ্গে শিক্ষক নেতা চন্দন মাইতি বলেন, “আমরা প্রথম থেকেই হোম সেন্টারের বিরোধিতা করেছি। যেহেতু মাধ্যমিকে হোম সেন্টার ছিল না, বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছে ছেলে মেয়েরা তা হলে উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন হোম সেন্টারে। এই পরীক্ষা দিয়ে ছেলে মেয়েরা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন প্রফেশনাল জায়গায় যেতে পারে। সেখানে দাঁড়িয়ে শিক্ষা সংসদের এমন সিদ্ধান্ত আমাদের পক্ষে চ্যালেঞ্জের সমান। স্কুল শিক্ষকদের কাছে একটা চ্যালেঞ্জ। নিরাপত্তার প্রশ্নও থাকছে।”
আরও পড়ুন: CM Mamata Banerjee: ভিডিয়ো: হাসি মুখে ময়দার লেচিতে পাক, পাকদণ্ডীর ধারে দাঁড়িয়ে মোমো বানালেন মমতা