Body Recover: নীল ড্রামে কচুরিপানার আড়ালে ভাসছে ট্যাংরার যুবক, তিন সপ্তাহ পর মিলল দেহ
Tangra: এই গোলাম রব্বানির সঙ্গে ঝুনুর খুব কম সময়েরই পরিচয় বলে দাবি পরিবারের। রব্বানি জানিয়েছিলেন, ব্যক্তিগত ঝামেলা হয় ঝুনুর সঙ্গে।
কলকাতা: টানা তল্লাশির পর ট্যাংরার (Tangra) নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করল লালাবাজরের গোয়েন্দারা। কেএলসি থানা এলাকা থেকে দেহ উদ্ধার করেছে পুলশ। পুলিশের দাবি, বামনঘাটা এলাকার একটি কাঠের ব্রিজের কাছ থেকে উদ্ধার হয়েছে দেহটি। নীল রঙের একটি ড্রামের ভিতরে ছিল তা। গত ৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ট্যাংরার যুবক ঝুনু রানা (৩৩)। পরিবারের অভিযোগের পর চৌবাগা, বানতলা এলাকার খালে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতারও করা হয়েছে। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে গোলাম রব্বানি ও এক মহিলাকে। অন্যদিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয় শেখ রিয়াজ ও ইমরানকে। গত ৩ মার্চ থেকে নিখোঁজ থাকলেও দু’দিন পর ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেন ঝুনুর ভাই বিজয় রানা। ৫ মার্চ তিনি থানায় গিয়ে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পরের দিন ৬ তারিখ এফআইআর করেন গোলাম রব্বানির বিরুদ্ধে।
বিজয়ের অভিযোগ ছিল, গোলাম রব্বানি নামে এক ব্যক্তির সঙ্গে ঝুনু বেরিয়েছিলেন। বিজয়ের অভিযোগ ছিল, ট্যাংরা থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ তৎপর হচ্ছিল না। পুলিশের হাতে সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়েছিল। তারপরও কাজ হয়নি বলে অভিযোগ তুলে লালবাজারেরও দ্বারস্থ হন রানা পরিবার। যদিও এরপর দিল্লি থেকে গোলাম রব্বানিকে গ্রেফতার করা হয়।
এই গোলাম রব্বানির সঙ্গে ঝুনুর খুব কম সময়েরই পরিচয় বলে দাবি পরিবারের। রব্বানি জানিয়েছিলেন, ব্যক্তিগত ঝামেলা হয় ঝুনুর সঙ্গে। সেই রাগ থেকেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। এমনকী পুলিশি জেরার মুখে গোলাম রব্বানি দেহ খালে ফেলার কথা স্বীকার করেন বলেও সূত্রের খবর। এই ঘটনার তাঁর এক মামা সহযোগিতা করেন বলেও অভিযোগ ওঠে। এদিন যে নীল ড্রাম থেকে দেহটি উদ্ধার হয়, কচুরিপানায় তা ঢাকা ছিল। দেহ ময়নাতদন্তের পরই ঘটনা স্পষ্ট বলে হবে পুলিশ জানিয়েছে।