ED: সামান্য বিদ্যুৎ দফতরের কর্মী শান্তনুর ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? স্ক্যানারে স্ত্রী প্রিয়াঙ্কাও
ED: শান্তনুর আর্থিক লেনদেনের বিষয়টি দেখতে গিয়েই ইডি তাঁর ১৫টি অ্যাকাউন্টের খোঁজ পান। ইডি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে গত ৫ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা ঘেঁটে দেখার চেষ্টা করছে।

কলকাতা: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে উঠে আসছে এরকমই খবর। সূত্রের দাবি, নিজের নামে, স্ত্রীর নামে এবং কোম্পানির নামে সেই অ্যাকাউন্টগুলি রয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টের গত পাঁচ বছরের লেনদেন ইডির নজরে রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন হুগলির বলাগড়ের নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁকে গ্রেফতারের পর থেকেই শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা ইডির নজরে। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রিয়াঙ্কা প্রচুর সম্পত্তির মালিক। কীভাবে এত সম্পত্তি তাঁর নামে হল তা জানতে চায় ইডি। প্রিয়াঙ্কাকে ইডি দফতরে তলবও করা হয়েছে। সম্পত্তির নথি ও ব্যাঙ্ক ডিটেল নিয়ে তাঁকে দেখা করার কথা বলেছেন তদন্তকারীরা।
শান্তনুর আর্থিক লেনদেনের বিষয়টি দেখতে গিয়েই ইডি তাঁর ১৫টি অ্যাকাউন্টের খোঁজ পান। ইডি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে গত ৫ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা ঘেঁটে দেখার চেষ্টা করছে। নিজের অ্যাকাউন্ট, স্ত্রীর অ্যাকাউন্ট বা কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কোথাও নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে কি না জানতে চায় ইডি।
ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়ি, রিসর্ট, ধাবা, বাড়ি, প্রমোটিংয়ের ব্যবসায় মালিকানা রয়েছে প্রিয়াঙ্কার। তাই ইডি তাঁর সঙ্গেও কথা বলতে চায়। তবে শান্তনু গ্রেফতার হওয়া ইস্তক লোকচক্ষুর অন্তরালেই প্রিয়াঙ্কা। কোথায় রয়েছেন তিনি তা নিয়ে নানা মহলে নানা কথাও শোনা যাচ্ছে।
২০১৭ সালের পর থেকে শান্তনুরা কোথায় বিনিয়োগ করেছেন তা জানতে চায় ইডি। একইসঙ্গে সাধারণ বিদ্যুৎ দফতরের গ্রুপ ডি কর্মী হয়ে কীভাবে এমন বিপুল প্রতিপত্তি হল তাঁর, তাও জানতে চান তদন্তকারীরা। সেসব বিষয়ে জানতে এবার তাঁর স্ত্রীকেও তলব করতে চলেছেন তদন্তকারীরা। এর আগে কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রীকেও তলব করেছিল ইডি। তিনি হাজিরাও দেন।





