AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kinjal Nanda: মেডিক্যাল কাউন্সিলের ‘নজরে’ এবার কিঞ্জল, আট প্রশ্নের উত্তর চাওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের কাছে

Kinjal Nanda: মেডিক্যাল কাউন্সিলের এই চিঠি নিয়ে কিঞ্জল নন্দ বলেন, "আমি আমার অফ টাইমে কী করব, ব্যক্তিগত বিষয়। আমি কারও ক্ষতি করিনি, চুরি-ডাকাতি করিনি। আন্দোলন করেছি বলেই প্রশ্ন তোলা হচ্ছে।"

Kinjal Nanda: মেডিক্যাল কাউন্সিলের 'নজরে' এবার কিঞ্জল, আট প্রশ্নের উত্তর চাওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের কাছে
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: Jan 25, 2025 | 6:55 PM
Share

কলকাতা: তিনি জুনিয়র ডাক্তার। অভিনয়ও করেন। আরজি কর কাণ্ডের অন্যতম আন্দোলনকারী। সেই কিঞ্জল নন্দের সম্পর্কে আটটি প্রশ্নের উত্তর চেয়ে আরজি কর মেডিক্যাল কলেজকে চিঠি পাঠাল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আরজি কর কাণ্ডে আন্দোলনকারী আর এক জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার পর কিঞ্জলের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলের পদক্ষেপে প্রতিহিংসা দেখছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মেডিক্যাল কাউন্সিলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কিঞ্জলের প্রশ্ন, বিরূপাক্ষ ও অভীকদের বিরুদ্ধে যেসব প্রশ্ন তোলা হয়েছিল, সেগুলির কী হবে?

আরজি করের পিজিটি কিঞ্জল নন্দ। তাঁর সম্পর্কে আট প্রশ্নের তথ্য চেয়ে আরজি করের অধ্যক্ষকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। কিঞ্জল সম্পর্কে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে, পিজিটি হিসাবে কত টাকা ভাতা পান কিঞ্জল? সিনেমা, বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কর্তৃপক্ষের NOC নেওয়া হয়েছিল কি না? শুটিংয়ের জন্য কোন‌ও ছুটির আবেদন করা হয়েছিল কি না? কীভাবে শুটিংয়ের জন্য সময় পেলেন কিঞ্জল? কোন কোন তারিখে শুটিংয়ের জন্য ছুটি নিয়েছেন? কর্মক্ষেত্রে কিঞ্জলের ৮০ শতাংশ হাজিরা আছে কি না?

মেডিক্যাল কাউন্সিলের এই চিঠি নিয়ে কিঞ্জল নন্দ বলেন, “আমি আমার অফ টাইমে কী করব, ব্যক্তিগত বিষয়। আমি কারও ক্ষতি করিনি, চুরি-ডাকাতি করিনি। আন্দোলন করেছি বলেই প্রশ্ন তোলা হচ্ছে।” মেডিক্যাল কাউন্সিলের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “মেডিক্যাল কাউন্সিল উদ্যোগ নিয়েছে, ভাল বিষয়। তার মানে আমরা সত্যিই কিছু করতে পেরেছি। কিন্তু, আমরা যে বিষয়ে প্রশ্ন তুলেছিলাম, পদক্ষেপ করেনি। বিরূপাক্ষ, অভীকদের বিরুদ্ধে তোলা প্রশ্নের কী হবে?”

সম্প্রতি পিজিটি হয়েও ইএনটি সার্জন লিখে প্র্যাকটিস করার অভিযোগকে সামনে রেখে জুনিয়র ডাক্তার আসফাকুল্লাকে নোটিস দেয় WBMC। পরপর দুই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারকে নিয়ে মেডিক্যাল কাউন্সিলের এই পদক্ষেপ নিয়ে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত বলেন, “আন্দোলন করায় এই পদক্ষেপ করেছে মেডিক্যাল কাউন্সিল।”

মেডিক্যাল কাউন্সিলের এই পদক্ষেপে ভুল কিছু দেখছেন না তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “এতে আপত্তির কী আছে। এটা প্রশাসনিক বিষয়। জুনিয়রদের একাংশই বলছে, অনেকের কোনও ক্ষেত্রে যতটা উপস্থিতি থাকা দরকার, তা থাকছে না। সেটাই খতিয়ে দেখছে মেডিক্যাল কাউন্সিল। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কোনও প্রতিহিংসা নেই। নিয়ম না ভাঙলে আপত্তির কী আছে?” কুণালের দাবি খারিজ করে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের বক্তব্য, প্রতিহিংসা রাজনীতি করছে রাজ্যের শাসকদল।