West Bengal Weather: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা! শুক্রবার থেকে ঘুরতে শুরু করবে খেলা
West Bengal, Kolkata Weather Report: উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার। দক্ষিণ পঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত।

কলকাতা: সরস্বতী পুজোয় কিছুটা হলেও পারদ পতন হয়েছে, কিন্তু তারপর থেকেই চড়তে শুরু করেছে পারদ। নতুন করে আর পারদ পতনের কোনও আশা নেই, তেমনই বলছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ আরও কমল। সকালে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়লে উধাও।
কিন্তু ফেব্রুয়ারির আগেই এভাবে শীত উধাও? একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি অর্থাৎ শুক্রবার। দক্ষিণ পঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত।
সকালের দিকে হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৩ শতাংশ।
