Firhad on Mithun: ‘মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না..’ মিঠুনকে পাল্টা খোঁচা ‘চৈতন্য ভক্ত’ ফিরহাদের

Firhad on Mithun: এর আগে তৃণমূলের উদয়ন গুহ থেকে মদন মিত্রের মুখেও শোনা গিয়েছিল কার্যত একই ভাষা। অন্যদিকে সুকান্ত-অর্জুনরাও একই নিদান দিয়েছিলেন। অনুব্রতের মুখেও একই আক্রমণের সুর ছিল।

Firhad on Mithun: ‘মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না..’ মিঠুনকে পাল্টা খোঁচা চৈতন্য ভক্ত ফিরহাদের
তীব্র খোঁচা ফিরহাদেরImage Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jul 25, 2025 | 11:56 PM

কলকাতা: ভোট আসছে। চেনা ছকেই তপ্ত হচ্ছে বঙ্গের মাটি। আর ভোট এলেই নরমে-গরমে আক্রমণে নেমে পড়েন সব দলের নেতারাই। শাসক থেকে বিরোধী, বাদ যান না কেউই। মার খেয়ে এলে পাল্টা মার দিন। এদিনই আরামবাগে কর্মী সভায় গিয়ে এ ভাষাতেই কর্মীদের অক্সিজেন দিয়ে এসেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। 

তবে এর আগে তৃণমূলের উদয়ন গুহ থেকে মদন মিত্রের মুখেও শোনা গিয়েছিল কার্যত একই ভাষা। অন্যদিকে সুকান্ত-অর্জুনরাও একই নিদান দিয়েছিলেন। অনুব্রতের মুখেও একই আক্রমণের সুর ছিল। এবার ময়দানে মিঠুন। এদিন আরামবাগে কর্মীসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্কেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, “আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন।” তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তরজা। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই ঘুরপথে খোঁচা দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। 

মিঠুন প্রসঙ্গ উঠতেই নিজেকে শ্রীচৈতন্যের ভক্ত বলে নিজেকে দাবি করলেন রাজ্যের মন্ত্রী। বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে ফিরহাদ বললেন, “বাংলায় মারামারির রাজনীতি ছিল না। বিজেপি গুজরাট থেকে নিয়ে এসেছে। আমি যেমন শ্রী চৈতন্যের ভক্ত। ওই কথায় রয়েছে না, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না… মারামারি আমার কোনওদিনই পছন্দ নয়।”