IT Raid: ‘স্বরূপ বিশ্বাস আলাদা ব্যক্তি, আমি আলাদা ব্যক্তি’, ৭২ ঘণ্টা তল্লাশির পর মুখ খুললেন স্ত্রী জুঁই

IT Raid: জুঁই দেবীর স্পষ্ট দাবি, “আমরা তৃণমূল করি বলেই আজকে টার্গেট করা হচ্ছে। যাঁরা বিজেপির বিরুদ্ধে কথা বলে তাঁদের টার্গেট করা হবে।” একইসঙ্গে এদিন টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে সুর চড়ান সংবাদমাধ্যমের বিরুদ্ধে। প্রশ্ন তুলে দেন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও।

IT Raid: ‘স্বরূপ বিশ্বাস আলাদা ব্যক্তি, আমি আলাদা ব্যক্তি’, ৭২ ঘণ্টা তল্লাশির পর মুখ খুললেন স্ত্রী জুঁই
জুঁই বিশ্বাস Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 1:16 PM

কলকাতা: ৭২ ঘণ্টার তল্লাশি। আয়কর দফতরের আধিকারিকেরা বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস। তাঁর দাবি, তৃণমূল করেন বলেই বেছে বেছে তাঁদের টার্গেট করা হচ্ছে। তাঁর স্পষ্ট দাবি, “আমরা তৃণমূল করি বলেই আজকে টার্গেট করা হচ্ছে। যাঁরা বিজেপির বিরুদ্ধে কথা বলে তাঁদের টার্গেট করা হবে।” একইসঙ্গে এদিন টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে সুর চড়ান সংবাদমাধ্যমের বিরুদ্ধে। প্রশ্ন তুলে দেন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। 

প্রসঙ্গত, বুধবার থেকে স্বরূপের বাড়িতে একটা চলে আইটি রেড। ৭২ ঘণ্টা আইটি তল্লাশি শেষেই বিস্ফোরক সব মন্তব্য করলেন জুঁই দেবী। তাঁর দাবি, আয়কর দফতরের আধিকারিকেরা কিছু পাননি। সে কারণেই কিছু না নিয়ে বেরিয়ে গিয়েছেন। তবে এদিন তিনি আলাদ করে স্বরূপের সম্পত্তি নিয়ে কোনও কথা বলতে চাননি। কথা বললেন নিজের নামে থাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। যদিও তাঁর জোরালো দাবি সেখানে কোনও গড়মিল নেই। আয় বর্হিভূত সম্পত্তির কথা উঠতেই তিনি বলেন, “স্বরূপ বিশ্বাসের একজন আলাদা ব্যক্তি। আমি একজন আলাদা ব্যক্তি। আমি আমারটা বলতে পারি। স্বরূপ বিশ্বাস নিশ্চয় আলাদা করে তাঁরটা বলবেন। আমার মনে হয় না কোথাও কোনও অসঙ্গতি পেয়েছে। আসলে যাচ্ছে সব মিডিয়া ট্রায়াল। কিছু মিডিয়া, কিছু সংবাদপত্র বা পশ্চিমবঙ্গের একটা প্রথম শ্রেণির সংবাদপত্র যেভাবে মিডিয়া ট্রায়াল করেছেন তা অত্যন্ত লজ্জার। এখনও সংবাদপত্রের যাঁরা সাংবাদিক তাঁদের পড়াশোনা নেই। যখন আয়কর দফতরের হানা তখন গরুর রচনার মতো লিখে দিচ্ছে প্রচুর সম্পত্তি আছে তাই আয়কর যাচ্ছে।”  

এখানেই না থেমে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “সারা দেশের বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে যাচ্ছে আয়কর দফতর। তাঁর মানেই কী তাঁদের প্রচুর সম্পত্তি আছে? ওনারা যা প্রশ্ন করেছিলেন তাঁর উত্তরে যদি সন্তুষ্ট না হতেন। তাহলে কী ওনারা যেতেন? আমার একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট আছে। সেটা আমার পলেটিক্সে আসার আগে থেকে। সেই অ্যাকাউন্ট ওনাদের জমা দেওয়া হয়েছে। ওরা কোনও গড়মিল পায়নি। মিডিয়া বলে দিচ্ছে গড়মিল পাওয়া যাচ্ছে। অথচ মিডিয়া বলে দিচ্ছে নির্মাণ সংস্থার সঙ্গে যোগের কথা!” 

সূত্রের খবর, এরইমধ্যে ফের তলব করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে স্বরূপ বিশ্বাসকে হাজিরার নির্দেশ। নোটিস পেয়েছি, দাবি স্বরূপ বিশ্বাসের। তবে এই তলবে গুরুতর কোনও কিছুই দেখছেন না তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস। জুঁই দেবী বলছেন, “এটা ওদের অফিসিয়াল প্রসেডিংস। অনেক তথ্যাদি বাড়িতে ছিল না। সেগুলি দেখতেই ডেকেছে। ৭২ ঘণ্টা তো আমরা বাড়ি থেকে বের হতে পারিনি। তাই সেগুলি আনতে পারিনি। আইটি রিটার্ন দেখার জন্য যেমন প্যান কার্ড চেয়েছিল ওরা। কিন্তু, ওটা তো ছিল না বাড়িতে। জানাই অফিস থেকে আনতে হবে। তখনই ওরা জানায় ৭ থেকে ১০ দিন টাইম দেব। তার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস আনতে হবে। এটাই আসলে তলব।” তবে এখানে না থেমে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তাঁর দাবি, বিরোধীদের দমাতেই সবটাই হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে।