Weather Update: বৃষ্টির খেলা শেষ! ফের তাপপ্রবাহের সতর্কতা থাকছে কোন কোন জেলায়
Weather Update: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

কলকাতা: দহনজ্বালা বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ফের তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের জেলায়। শুক্র-শনি ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের। তাপপ্রবাহের সতর্কতা থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। পশ্চিম মেদিনীপুর, বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতা-সহ বাকি জেলায় উষ্ণ-আর্দ্র আবহাওয়া। তবে বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর বলছে, বুধবারের পর বৃষ্টিবাদলার সম্ভাবনা কমবে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। এদিন একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে।
৮ তারিখ বৃহস্পতিবার পশ্চিমের একাধিক জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তালিকায় বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এছাড়াও বাকি জেলাতে হাওয়া মোটের উপর গরমই থাকবে। ৯ ও ১০ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে।
