২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে কী বলবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?
বুদ্ধদেব ভট্টাচার্য

২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে কী বলবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?

sreejayee das |

Feb 27, 2021 | 12:30 PM

শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নামতে পারেননি। তবে তাঁর অদৃশ্য উপস্থিতির মহিমা কতটা, তা মঞ্চের সামনে হাজির লাল সমুদ্রের শব্দব্রহ্মই বুঝিয়ে দিয়েছিল।

সালটা ২০১৯। লোকসভা ভোটের মাসকয়েক আগে বামেদের (CPIM) শেষ ব্রিগেড সমাবেশে (Brigade Rally) মঞ্চের পিছনে এসে দাঁড়িয়েছিল সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়িটা। ভেতরে বসে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নামতে পারেননি। তবে তাঁর অদৃশ্য উপস্থিতির মহিমা কতটা, তা মঞ্চের সামনে হাজির লাল সমুদ্রের শব্দব্রহ্মই বুঝিয়ে দিয়েছিল।

 

Published on: Feb 27, 2021 12:29 PM