SIR: এনুমারেশন ফর্ম পূরণের সময় ভুল হলে কী করবেন? জেনে নিন কমিশন কী বলছে…
SIR form fill up: গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। এখন ফর্ম সংগ্রহ শুরু করেছেন বিএলও-রা। ফর্ম পূরণ নিয়ে ভোটারদের মনে নানা প্রশ্ন জাগছে। আর সেই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হলে যে দুশ্চিন্তার কিছু নেই, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

কলকাতা: এসআইআরের জন্য বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন বিএলও-রা। সেই ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। কোন তথ্য কোথায় লিখতে হবে বুঝতে পারছেন না। ভুল করে ফেলছেন। আর সেই ভুল নিয়ে চিন্তায় পড়ছেন। এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করলে কী করবেন? জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। কী বললেন তিনি?
কী বলছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক?
ভুল হলে কী করবেন, তার সরল ব্যাখ্যা করে অরিন্দম নিয়োগী বলেন, “যদি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হয়ে যায়, তাহলে সেখানে পেন থ্রু (লাইনটি কেটে দিয়ে) পাশে কারেকশন করে দিতে হবে। এবং সেখানে সই করে দিতে হবে। কারণ প্রতিটি ফর্মে একটি করে কিউআর কোড রয়েছে। প্রতিটি ফর্ম ইউনিক। প্রত্য়েক ভোটারকে যে দুটি ফর্ম দেওয়া হয়, দুটি ফর্মেই একই কিউআর কোড রয়েছে। আমাদের প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা সত্যিই অসুবিধাজনক। প্রায় অসম্ভব বলা চলে। এর খুব একটা সুযোগ নেই। তবে যেহেতু দুটি ফর্ম দেওয়া হচ্ছে, ফলে যে ফর্মটিতে বেশি কারেকশন হচ্ছে, সেটা ভোটার নিজের কাছে রাখলেন। আর যেটা একটু পরিষ্কার, পরিচ্ছন্ন রয়েছে, সেটা বিএলও নেবেন।”
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। এখন ফর্ম সংগ্রহ শুরু করেছেন বিএলও-রা। ফর্ম পূরণ নিয়ে ভোটারদের মনে নানা প্রশ্ন জাগছে। আর সেই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল হলে যে দুশ্চিন্তার কিছু নেই, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
