Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool’s Brigade: দুধ সাদা জামা হয়ে যাচ্ছে কুচকুচে কালো, তৃণমূলের ব্রিগেডমুখী মিছিলে এ কেমন ওয়াশিং মেশিন!

Trinamool’s Brigade: সামনেই লোকসভা নির্বাচন। বাড়ছে রাজমনৈতিক উত্তাপ। ১০ দিনে চারবার বাংলা থেকে ঘুরে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিজেপিকে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।

Trinamool’s Brigade: দুধ সাদা জামা হয়ে যাচ্ছে কুচকুচে কালো, তৃণমূলের ব্রিগেডমুখী মিছিলে এ কেমন ওয়াশিং মেশিন!
ওয়াশিং মেশিন নিয়ে বাড়ছে কৌতূহল Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 12:04 PM

কলকাতা: ওয়াশিং মেশিনে ঢুকছে কালো জামা। কিন্তু, বের হচ্ছে একেবারে সাদা ধবধবে হয়ে। হচ্ছে উল্টোটাও। এ যেন একেবারে ম্যাজিক! হ্যাঁ, এদিন সকালে তৃণমূলের ব্রিগেডমুখী মিছিলে এই ছবিই দেখা গেল মানি স্কোয়ার বাসস্টপের কাছে। ওয়াশিং মেশিনে লেখা ‘মোদী গ্যারান্টি’। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসির রোল রাজনীতির পাড়ায়। শোরগোল সোশ্যাল মিডিয়াতেও। প্রসঙ্গত, লোকসভা ভোট এগিয়ে আসতেই ফের শুরু হয়েছে দলবদলের পালা। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তবে বিজেপিও আবার হারিয়েছে মুকুটমণি অধিকারীকে। তবে শুধু যে এবারের লোকসভা এমন নয়, শেষ কয়েকটি ভোটেও দেখা গিয়েছিল একই ছবি। অতীতেও বহু পোড় খাওয়া তৃণমূল নেতাকে বিজেপিতে ভিড়তে দেখা গিয়েছে। এদিকে ইতিমধ্যেই আবার বিজেপিতে নাম লিখিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল খোঁচা দিয়ে বলছে, যে যত দোষই করুক না কেন বিজেপিতে গেলেই সব ধুয়েমুছে সাফ। সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই তারই প্রতীকী হিসেবেই ‘মোদী গ্যারান্টি’ ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। মহিলাদের হাত দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার। 

সোজা কথায় সামনেই লোকসভা নির্বাচন। বাড়ছে রাজমনৈতিক উত্তাপ। ১০ দিনে চারবার বাংলা থেকে ঘুরে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিজেপিকে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। মমতা-অভিষেকের ডাকে ব্রিগেডে হচ্ছে জনগর্জন সভা। ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ, সর্বত্রই দেখা গেল ভিড়ের ছবি। ময়দানমুখী রাস্তাতেও জ্যাম। এরইমধ্যে বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বে মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতেই তাতে দেখা গেল বিশেষ চমক। তা নিয়েই চর্চা। 

৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্ত বলছেন, “কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ আমরা ধর্মতলায় যাচ্ছি। বহু প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে সোচ্চার হবে। মোদী তো যাদের নিচ্ছে তাঁরা সব ওয়াশিং মেশিনে ঢুকছে সব সাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আগে ভাবতাম, যা পুলিশ করতে পারবে না, এলাকার লোক করতে পারবে না। তা কোর্ট করতে পারবে। সেই ভরসা তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা থেকেই আমাদের এই ওয়াশিং মেশিনের প্রতিবাদ। মানুষের বিচারব্যবস্থা থেকে ভরসা উঠে যাচ্ছে।”