AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matua: মতুয়া আসলে কারা?

Matua in Bengal: মতুয়া শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এর আসল অর্থ। যার অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। হরিনামে যিনি মেতে থাকেন বা মাতোয়ারা হন, তিনিই মতুয়া। মতুয়ারা মূলত একেশ্বরবাদে বিশ্বাসী। বৈদিক ক্রিয়াকর্মে বিশেষ বিশ্বাস নেই।

Matua: মতুয়া আসলে কারা?
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 25, 2025 | 2:20 PM
Share

ভোট এলেই বারবার উঠে আসে ওদের কথা। আগেও সিএএ-এনআসির সময়েও তাঁদের নিয়ে রাজনৈতিক মহলে চড়েছিল উত্তেজনার পারদ। এবারও তার অন্যথা হয়নি। সঙ্গে আবার জুড়ে গিয়েছে এসআইআর প্রসঙ্গ। রাজনৈতিক বিরোধ তো আগে থেকেই ছিল, এবার এই এসআইআর ইস্যুতেই আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের শিবির। অনশনেও বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর আশঙ্কা এসআইআর হলে সবথেকে বেশি বাদ পড়বে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম!  কারা মতুয়া?  যাঁদের নিয়ে এত বিতর্ক, এত চাপানউতোর,সেই মতুয়া কারা জানেন? মতুয়াদের সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে বৈষ্ণব ধর্মের আদিতে। এই ধর্ম সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, বিষ্ণু বা তাঁর অবতারগণ আদি তথা সর্বস্তরের ঈশ্বর...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন