AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: কে আসল, কে নকল? টিকিট চেকার চিনতে বড় উদ্যোগ নিয়ে ফেলল ভারতীয় রেল, কাজ শুরু শিয়ালদহে

Indian Railway: কে আসল আর কে নকল, তা চিনতেই নাজেহাল সাধারণ মানুষ। অন্যদিকে সম্মানহানিও হচ্ছে আসল টিকিট পরীক্ষাদের। হাজার হাজার মানুষের ভিড়ে নকলদের চিহ্নিত হতে গিয়ে রীতিমতো চাপেও পড়তে হচ্ছে রেলকে।

Indian Railway: কে আসল, কে নকল? টিকিট চেকার চিনতে বড় উদ্যোগ নিয়ে ফেলল ভারতীয় রেল, কাজ শুরু শিয়ালদহে
বড় উদ্যোগ রেলের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2025 | 7:42 PM
Share

কলকাতা: যে টিকিট দেখতে চাইছে সেই টিকিট পরীক্ষকই ভুয়ো। বিগত কয়েকদিনে হাওড়া-শিয়ালদহ থেকে লাগাতার এসেছে এই ধরনের অভিযোগ। কে আসল আর কে নকল, তা চিনতেই নাজেহাল সাধারণ মানুষ। অন্যদিকে সম্মানহানিও হচ্ছে আসল টিকিট পরীক্ষাদের। হাজার হাজার মানুষের ভিড়ে নকলদের চিহ্নিত হতে গিয়ে রীতিমতো চাপেও পড়তে হচ্ছে রেলকে। এবার সেই সমস্যা মেটাতে শিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু করে ফেলল রেল। 

রেল সূত্রে খবর, এখন থেকে শিয়ালদহ শাখার সমস্ত টিকিট চেকারদের জন্য একটি বিশেষ লোগো-সহ পরিচয় ব্যাজ থাকবে। তাতেই সহজে বোঝা যাবে আসল নকল। গোটা কাজ বাস্তাবায়নে অগ্রণী ভূমিকা নিয়েছেন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী যশরাম মীনা। 

টিকিট পরীক্ষকদের যে ইউনিফর্ম থাকে এখন থেকে সেখানে নতুনভাবে নকশা করা এই ব্যাজ লাগাতে হবে। রেল বলছে, ভুয়ো পরীক্ষকদের দাপাদাপি কমাতে এই পদক্ষেপ বড় ছাপ রাখবে। একই সঙ্গে সাধারণ যাত্রীরাও টিটিদের পরিচয় আরও ভালভাবে জানতে পারবেন। শিয়ালদহের ডিআরএম বলছেন, “এটা রেলের দূরদর্শী উদ্যোগ। এই উদ্যোগ ভারতীয় রেলের টিকিট পরীক্ষকদের মধ্যে একটি নতুন মানদণ্ড তৈরি করবে। রেলের বিশ্বাসযোগ্যতাও অনেকটাই বাড়বে। যাত্রীরাও আরও নির্বিঘ্নে, নিরাপদে যাতায়াত করতে পারবেন।”