Naushad Siddiqui: বেলাইন বামেদের ‘সমঝোতা এক্সপ্রেস’, তাও কেন প্রার্থী নন নওশাদ?

Apr 04, 2024 | 10:37 PM

Naushad Siddiqui: বামেদের উপর চাপ বাড়িয়ে শ্রীরামপুরের সঙ্গে মুর্শিদাবাদ, যাদবপুপের মতো হেভিওয়েট আসনেও প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদেরা। বেলাইন সমঝোতা এক্সপ্রেস। কিন্তু, কেন নওশাদকে প্রার্থী করা হল না?

Naushad Siddiqui: বেলাইন বামেদের ‘সমঝোতা এক্সপ্রেস’, তাও কেন প্রার্থী নন নওশাদ?
কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা?
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ডায়মন্ড হারবারে প্রার্থী নন নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। আইএসএফের টিকিটে সেখানে দাঁড়াচ্ছেন মজনু লস্কর। এদিন সন্ধ্যাতেই তাঁর নাম সামনে এসেছে। এদিকে শুরু থেকেই বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফের আসন সমঝোতার কথা শোনা যাচ্ছিল। আলোচনা যে চলছে তা একাধিকবার যেমন বলেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তেমনই বলেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদও। কিন্তু, খাতায় কলমে আদৌও কী সেই সমঝোতা হল? আসন অঙ্ক দেখে তেমনটা মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।  বামেদের উপর চাপ বাড়িয়ে শ্রীরামপুরের সঙ্গে মুর্শিদাবাদ, যাদবপুরের মতো হেভিওয়েট আসনেও প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদেরা। বেলাইন সমঝোতা এক্সপ্রেস। কিন্তু, কেন নওশাদকে প্রার্থী করা হল না? এ বিষয়েও একাধিক যুক্তি দিচ্ছেন আইএসএফ নেতারা। 

সূত্রের খবর, আইএসএফ নেতাদের যুক্তি, বিধানসভায় তাঁদের একজনই মুখ রয়েছেন। সে কারণেই এখনই লোকসভার টিকিট নয়। একইসঙ্গে নওশাদের নেতৃত্বে ভাঙড়ে সন্ত্রাস বন্ধ হয়েছে। ভাঙরবাসীর দাবি নওশাদই ভাঙড়ে নেতৃত্ব দিক। সে কারণেই ভয় মুক্ত ভাঙড় গড়তেই নওশাদকে প্রার্থী করা হয়নি। বলছে আইএসএফ নেতৃত্ব। তাঁদের দাবি, ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলাকে ভয় মুক্ত করতে নেতৃত্ব দেবে এই নওশাদই। 

তাঁদের আরও যুক্তি শুধু ডায়মন্ড হারবার নয় একাধিক কেন্দ্রে নওশাদকে প্রার্থী করার জন্য দাবি করা হয়েছিল। কিন্তু, নওশাদ তাঁদের স্টার ক্যাম্পেনার। তাই তাঁকে এক জায়গায় আটকে রাখতে চায়নি দল। এ তো আইএসএফের নিজস্ব রয়াসন। তা নিয়ে ভাবিত নয় বাম নেতৃত্ব। কিন্তু, বাম প্রার্থী থাকা একের পর এক কেন্দ্রে নওশাদের লোকজন দাঁড়ানোয় যে বিমানদের বিড়ম্বনা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। যাদবপুরে বামেদের টিকিটে লড়ছেন সৃজন ভট্টাচার্য। এদিন সেখানেও প্রার্থী দিয়েছে আইএসএফ। লড়ছেন নুর আলম খান। শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের উল্টোদিকে দাঁড়াচ্ছেন আইএসএফের প্রার্থী শাহরিয়র মল্লিক। বালুরঘাটে বামফ্রন্টের প্রার্থী জয়দেব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছেন আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক। মুর্শিদাবাদে বাম প্রার্থী মহম্মদ সেলিমের উল্টোদিকে দাঁড়িয়েছেন আইএসএফ প্রার্থী হাবিব শেখ। 

Next Article