Calcutta High Court: অভিশপ্ত রাতের পর RG Kar কেন ভাঙা পড়ল দেওয়াল? শুনেই বিশেষ পরামর্শ দিলেন প্রধান বিচারপতি

Kaustav Bagchi: আজ এই ইস্যুতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তভ বাগচি। জরুরী ভিত্তিতে মামলা শোনার আবেদন। তদন্তকারী সংস্থা জানে,তাদের কী করতে হবে জানিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ বিষয় জানানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।

Calcutta High Court: অভিশপ্ত রাতের পর RG Kar কেন ভাঙা পড়ল দেওয়াল? শুনেই বিশেষ পরামর্শ দিলেন প্রধান বিচারপতি
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 1:44 PM

কলকাতা: সেমিনার হলের দু’শো মিটারের মধ্যে রেস্ট রুম তৈরির ঘর বানাতে গিয়ে বিপাকে আরজি কর কর্তৃপক্ষ। প্রশ্ন উঠতে শুরু করে সিবিআই আসার আগেই কেন এই ভাঙচুর? তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা? এরপরই জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁরও একই প্রশ্ন সিবিআই যাওয়ার আগে এই ভাঙচুর কেন?

আজ এই ইস্যুতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তভ বাগচি। জরুরী ভিত্তিতে মামলা শোনার আবেদন। তদন্তকারী সংস্থা জানে,তাদের কী করতে হবে জানিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ বিষয় জানানোর পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, উল্লেখ্য, তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটে গত ৯ তারিখ। আর ১০ তারিখ থেকে শুরু হয় রেস্ট রুম তৈরির কাজ। ভাঙচুর করা হয় সেমিনার হল লাগোয়া ঘর। প্রশ্ন উঠতে থাকে হাইকোর্ট সিবিআই তদন্তের আগেই কেন শুরু হল সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের চেষ্টা? এরপরই আজ জনস্বার্থ মামলা দায়ের করে কৌস্তভ বাগচী। বিষয়টি নিয়ে সরব হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “যেখানে ঘটনাটি ঘটেছে তাকে নষ্ট করার চক্রান্ত চলছে। এটা শুনেই সিবিআই কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি আপনারা দ্রুত আরজি করে যান। তথ্য লোপাটের চেষ্টা চলছে। এই তথ্য লোপাটের আশঙ্কা আদালতে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আদালতে জানিয়েছিলাম। এই জন্যই আদালত আমাদের সিবিআই তদন্ত দিয়েছে।”