SSC Full Tainted List New: সুপ্রিম নির্দেশের পরেই কাজ! দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিল কমিশন, দেখে নিন কারা কারা আছেন
SSC Tainted List in Detail: এরইমধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেই তিনি এসএসএসি-র ভূয়সী প্রশংসা করে জানান, সব কাজ আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবেই হচ্ছে। চলতি মাসের শেষেই কোর্টে নির্দেশ মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। একান্তই যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন তার জন্য কোর্টের দ্বারস্থ হবে কিনা তা স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে।

এরইমধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেই তিনি এসএসএসি-র ভূয়সী প্রশংসা করে জানান, সব কাজ আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবেই হচ্ছে। চলতি মাসের শেষেই কোর্টের নির্দেশ মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। একান্তই যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন তার জন্য কোর্টের দ্বারস্থ হবে কিনা তা স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে। ওই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানিয়ে দেন, আর কিছু সময়ের মধ্যেই সবিস্তারে এসে যাবে দাগিদের তালিকা। বলেন, “সুপ্রিম কোর্ট এসএসসি-কে বলেছে কোনও দাগি প্রার্থীকে রাখা যাবে না। দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করতেও বলেছে। আজই এসএসসি দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করে দেবে। আদালত যা নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করছে এসএসসি।”
অবশেষে সেই তালিকা সামনে নিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় দাগি প্রার্থীর রোল নম্বরের সঙ্গে রয়েছে অভিভাবকের নাম, জন্ম তারিখ ও তাঁর সংশ্লিষ্ট বিষয়। তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম।
