AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ABVP in JU: ভারতীয় সেনার ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব, যাদবপুরে ‘তিরঙ্গা যাত্রা’র ডাক ABVP-র

ABVP in JU: প্রসঙ্গত, কিছুদিন আগে ‘অনুমতির’ তোয়াক্কা না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমীতে রাম পুজো করে গোটা বাংলাকে চমকে দিয়েছিল এবিভিবি। বাম দুর্গে গেরুয়া উত্থানে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছিল গোটা রাজ্যেই।

ABVP in JU: ভারতীয় সেনার ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব, যাদবপুরে ‘তিরঙ্গা যাত্রা’র ডাক ABVP-র
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2025 | 9:57 PM

কলকাতা: হাঁটু-কোমর সব ভেঙে গিয়েছে পাকিস্তানের। ফের গোটা বিশ্বের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছে ভারতীয় সেনা। সেই সাফল্যই এবার উদযাপন করতে চাইছে রাজনৈতিক দলগুলি। রাত পোহালই শুরু হয়ে যাবে বিজেপি ‘তিরঙ্গা যাত্রা’। গোটা রাজ্যেই পথে নামছেন গেরুয়া শিবিরের তাবড় তাবড় নেতারা। এই আবহে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচির ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। ১৬ মে বিকাল ৪টে থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘অনুমতির’ তোয়াক্কা না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমীতে রাম পুজো করে গোটা বাংলাকে চমকে দিয়েছিল এবিভিবি। বাম দুর্গে গেরুয়া উত্থানে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছিল গোটা রাজ্যেই। শোরগোল পড়ে গিয়েছিল শিক্ষা মহলের অন্দরে। এই আবহে এবার পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি নিকেশ, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ দিয়ে ক্যাম্পাসেই তিরঙ্গা যাত্রা করতে চলেছে এবিভিপি। তবে এবিভিপির নজরে শুধু যাদবপুর নয়, আর এক বাম দুর্গ প্রেসিডেন্সিও রয়েছে। 

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করব। তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে করা হবে। যেখানে যেখানে দেশদ্রোহীদের আঁতুড়ঘর রয়েছে সেখানেই আমরা কর্মসূচি করেছি। বিশ্বভারতীতে করেছি। আগামীকাল যাদবপুর। পরে প্রেসিডেন্সিতে করব।”