Murder in Kolkata: সম্পর্ক রাখতে না চাওয়ায় ছুরির কোপ ‘প্রেমিকের’, তরুণীকে বাঁচালেন ট্র্যাফিক সার্জেন্ট
Murder in Kolkata: ট্র্যাফিক সার্জেন্টের তৎপরতায় প্রাণে বাঁচলেন তরুণী। সূত্রের খবর, অভিযুক্ত যুবকের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু, আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন না ওই তরুণী। তার জেরেই তাঁকে খুনের চেষ্টা যুবকের। এমনই অনুমান পুলিশের। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক।
কলকাতা: ঘড়ির কাঁটা তখন পেরিয়েছে ১২টার গণ্ডি। গ্রীষ্মের দুপুরে রাস্তায় লোক চলাচলও বেশ খানিকটা কমে এসেছে। এদিকে মঙ্গলবার দুপুরে সার্ভে পার্কের নীল পুকুরের কাছে তখন রুটিন টহল দিচ্ছিলেন পূর্ব যাদবপুর (Purba Jadavpur) ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট জয়জিৎ সাহা। আচমকা তাঁর কানে একটা চিৎকার আসে। দেখেন পুকুরের দিকে এক তরুণীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক যুবক। তাঁর চোখের সামনেই তরুণীটির উপর একের পর এক কোপ বসাতে থাকে ওই যুবক। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। দেখা মাত্রই পুকুরের কাছে ছুটে যান ওই সার্জেন্ট। স্থানীয় কয়েকজন বাসিন্দার সহয়তায় নিরস্ত্র করেন ওই যুবককে। খবর যায় সার্ভে পার্ক থানায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই ওই তরুণীকে উদ্ধার করে বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তরুণীর নাম রেখা মণ্ডল (২১)। বাড়ি সার্ভে পার্কের সম্মিলনী পার্ক এলাকায়। আক্রমণকারী যুবকের নাম জয়ন্ত তাঁতি (২৫)। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। যে ছুরি দিয়ে তিনি ওই তরুণীর উপর আক্রমণ করেছিলেন ঘটনাস্থল থেকে তা উদ্ধারও করা হয়েছে।
সূত্রের খবর, রেখার সঙ্গে জয়ন্তর তিন বছরের সম্পর্ক ছিল। কিন্তু, কিছু সমস্যার জন্য বর্তমানে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান রেখা। কিন্তু, তা মানতে পারেনি জয়ন্ত। সম্পর্কে থাকার জন্য লাগাতার চাপ দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু, তাতে কাজ না হওয়ায় সেই রাগ থেকেই এদিন ওই যুবক তরুণীর উপর চড়াও হয়। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের।