AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mani Ratnam-Aishwarya Rai Bachchan- Vikram: ছবির প্রথম লুকে ঐশ্বর্যকে রহস্যময়ী দেখাচ্ছে, তাঁকে কোন রূপে পাবেন দর্শক?

Mani Ratnam-Aishwarya Rai Bachchan- Vikram: তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ (Ponniyin Selvan) অবলম্বনে তৈরি ছবি ‘PS-I’। ছবির চমক অবশ্যই ঐশ্বর্য।

Mani Ratnam-Aishwarya Rai Bachchan- Vikram: ছবির প্রথম লুকে ঐশ্বর্যকে রহস্যময়ী দেখাচ্ছে, তাঁকে কোন রূপে পাবেন দর্শক?
‘PS-I’ ছবির লুক
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 8:23 PM
Share

দীর্ঘ প্রতীক্ষার অবসান। মণিরত্মম তাঁর বহু চর্চিত ছবি ‘PS-I’ নিয়ে আসছেন এ বছরই। ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। দর্শক এই ছবি দেখতে পাবেন চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। এই ছবির হাত ধরেই আবার পর্দাই ফিরছেন ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্মমের তামিল ছবি ‘ইরুভর’ সিনেমায় প্রথম আত্মপ্রকাশ ঐশ্বর্যর। তাঁর সঙ্গে ‘রাবণ’ ছবিতে শেষ কাজ করেছিলেন অভিষেক ঘরণী। আবার ঐশ্বর্য তাঁর মণিস্যারের হাত ধরেই ফিরছেন পর্দায়।

তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ (Ponniyin Selvan) অবলম্বনে তৈরি ছবি ‘PS-I’। ‘বাহুবলী’র পর থেকেই দক্ষিণী ছবিতে দু’ভাগ ছবি মুক্তির একটা প্রবণতা দেখা গিয়েছে। এই ছবিও আসবে দু’ভাগে। ছবির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়াতে ভাগ করেন প্রথম ঐশ্বর্য নিজের ইনস্টাগ্রামে। সঙ্গে ক্যাপশন, “স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।” অন্যদিকে জাঁকজমকপূর্ণ পোশাকে তাঁকে দেখে মুগ্ধ অনুগামীরাও। সেখানে নেটিজ়েনরা মন্তব্যও করেন ‘ক্যুইন ইজ ফাইনালি ব্যাক’ বলে। অনুরাগীদের প্রতিক্রিয়ায় বলছে যে ইতিমধ্যেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন তাঁরা। তাই ছবির ফার্স্ট লুক আসতেই লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই লিখেছেন, ‘দ্য ক্যুইন ইজ ফাইনালি ব্যাক’। আবার কেউ লিখেছেন, “দীর্ঘ ২৫ বছর ধরে মণিরত্নমের ছবির নায়িকা হতে পারেন একমাত্র আপনিই।”

তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’-এর কাহিনি অবলম্বনে বহুভাষী ছবি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। এই ছবি মূলত পিরিয়ড ড্রামা। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা অনেক চরিত্রদের পাওয়া যাবে এই ছবিতে। তবে, ছবির চমক অবশ্যই ঐশ্বর্য। এই ছবিতে বচ্চন পুত্রবধূকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। ছবিতে ঐশ্বর্য করছেন পেরিয়া পাজুভেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনীর চরিত্র। তাঁর চরিত্রটি রহস্যময়ী। ছবিতে তিনি স্ক্রিন ভাগ করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম, তৃষা কৃষনান, কারথি, জেয়ম রবি প্রমুখর সঙ্গে। তবে প্রথমবার খল চরিত্রে তিনি অভিনয় করছেন। কেমন লাগবে তাঁকে.. তা জানতে অবশ্য অপেক্ষা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: Gangubai Kathiawadi: প্রেমিকার ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে দেশ উত্তাল, কিন্তু রণবীর চুপ কেন?

আরও পড়ুন: Bengali Serial TRP: এক ধাক্কায় অনেকটা পিছল ‘মনফাগুন’, ‘মিঠাই’ না ‘গাঁটছড়া’– প্রথম স্থান কার?