Virat Kohli: পাকিস্তানের মাটিতে ৭১তম সেঞ্চুরি করুন, বিরাটকে আবেদন ফ্যানের
২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test) শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। মার্চের ১২ তারিখ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় (India vs Sri Lanka) টেস্ট। দেশের মাটিতে দ্বিতীয়বার গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা।
রাওয়ালপিন্ডি: পাকিস্তানের (Pakistan) মাটিতে যেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু করলেন বাবার অজমরা, সেই দিনই মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো তম টেস্ট খেলতে নামেন বিরাট কোহলি (Virat Kohli)। কিং কোহলির শততম টেস্ট নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৭০টি সেঞ্চুরি করেছেন বিরাট। ক্রিকেট মহলের আশা ছিল মোহালিতে শততম টেস্ট ৭১ তম সেঞ্চুরি করবে কোহলি। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test) শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। মোহালিতে বিরাটে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করার সুযোগ করেন বিরাট। তাই কিছুটা হলেও হতাশ বিরাটের ভক্তরা। তবে বিরাট মোহালিতে সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হলেও খুশি পাকিস্তানের কোহলি ভক্তরা। তাঁর অন্য এক আশায় বুক বাঁধছেন।
Some Virat Kohli fans have made a wish during Rawalpindi Test at Pindi Cricket Stadium #PAKvAUS pic.twitter.com/mrKEaPFQEe
— Arfa Feroz Zake (@ArfaSays_) March 6, 2022
বিরাট কোহলির পাকিস্তানি ভক্তরা চাইছেন পাকিস্তানের মাটিতেই ৭১তম সেঞ্চুরিটা আসুক কিং কহোলির। পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে এমন দাবি নিয়েই গ্যালারিতে পাওয়া গেল পাকিস্তানের বিরাট কোহলি ভক্তদের। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের জেরে বহুদিন থেকেই বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। তবে দুই দেশের ক্রিকেট ভক্তরাই চান আবার ২২ গজে লড়াই হোক বিরাট কোহলি বাবর আজমদের। কিন্তু সেই সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধু মাত্র আইসিসি টুর্নামেন্টেই আটকে আছে। গত বছর টি-২০ বিশ্বকাপে হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। গত সপ্তাহে মেয়েদের বিশ্বকাপের ও মুখোমুখি হয়েছে দুই দেশ। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ। সেখানে আবার মুখোমুখি হবেন রোহিত শর্মা শাহিন আফ্রিদিরা।
মার্চের ১২ তারিখ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় (India vs Sri Lanka) টেস্ট। দেশের মাটিতে দ্বিতীয়বার গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাটের সামনে আরও একটা সুযোগ সেঞ্চুরির খরা কাটানের। শেষ সেঞ্চুরি এসেছিল ইডেনের গোলাপি টেস্টে। আবার একটা গোলাপি টেস্ট। সেটাও আবার বিরাটের সেকেন্ড হোম বেঙ্গালুরুতে। বিরাট এগোতে শুরু করলে প্রতিপক্ষ শ্রীলঙ্কা তাঁকে আটকাতে পারবে না। প্রথম টেস্টে লঙ্কার ক্রিকেটারদের পারফরম্যান্সে চ্যালেঞ্জ শব্দ পাওয়া যায়নি। তাই পরিবেশ পরিস্থিতি সবটাই বিরাটের পক্ষে। এখন দেখার পাক সমর্থকদের আকাশ কুশুম ইচ্ছে পূরণ হয় নাকি সেকেন্ড হোমে বেঙ্গালুরুতেই (Bengaluru) ৭১তম সেঞ্চুরিটা আসে বিরাটের ব্যাট থেকে।
আরও পড়ুন : IPL 2022 MI Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে মুম্বই ইন্ডিয়ান্সের সূচি