Video: তিরুচিরাপল্লিতে মোদীর রোড শোয়ে জনজোয়ার, পুষ্পবৃষ্টিতে নমোকে স্বাগত আট থেকে আশির
PM Modi's road show: এদিন রোড শো করে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে গিয়ে বিশেষ পুজো-পাঠেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেওয়ার পর মন্দিরে অবস্থিত কুনকি হাতিকে নিজের হাতে খাবার খাওয়ান প্রধানমন্ত্রী মোদী। হাতিটিও মাউথ অরগ্যান বাজিয়ে প্রধানমন্ত্রীকে শোনান এবং শুঁড় দিয়ে আশীর্বাদ করেন।

তিরুচিরাপল্লি: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে ২০ জানুয়ারি, শনিবার দু-দিনের তামিলনাড়ু সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রথমে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান তিনি। রোড শো করে মন্দিরে যান প্রধানমন্ত্রী। আর তাঁকে সামনে থেকে দেখতে রাস্তায় ঢল নামে সাধারণ মানুষের। আট থেকে আশি, মহিলা-পুরুষ নির্বিশেষে জয়ধ্বনি দিয়ে, পুষ্পবৃষ্টি করে প্রধানমন্ত্রী মোদীকে শহরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তিরুচিরাপল্লির বাসিন্দাদের আবেগ যে কতটা, সেটা সেই রোড শোয়ের ভিডিয়োতেই স্পষ্ট।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এদিন সকালে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যাওয়ার পথেই তিরুচিরাপল্লিতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে দেখতে রাস্তার দু-পাশে জনতার ঢল নেমেছে। কালো গাড়ির সামনে পা-দানিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী জনতার উদ্দেশে হাত নাড়তে-নাড়তে যাচ্ছেন, আর রাস্তার দু-পাশে দাঁড়িয়ে থাকা আবাল-বৃদ্ধ-বণিতা পাল্টা হাত নেড়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। কপালে তিলক কেটে পুরোহিত থেকে ছেলে-ছোকরারা যেমন রাস্তায় নেমে আসেন, তেমনই মহিলারাও রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানান। অনেকে আবার প্রধানমন্ত্রী মোদীকে দেখে সংস্কৃত শ্লোক আওড়াতে থাকেন। কেবল রাস্তার ধারে নয়, রাস্তার পাশের বাড়িগুলির গেট থেকে, বারান্দা থেকে, এমনকি জানলা থেকেও হাত নেড়ে নমো-কে স্বাগত জানান তিরুচিরাপল্লির বাসিন্দারা। আবার অনেকে বাড়ির ছাদ, বারান্দা থেকে মোদীর উদ্দেশ্যে পুষ্পবৃষ্টিও করেন। সবমিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এদিন জনজোয়ার নামে রাস্তায়, এক অনন্য মুহূর্তের সাক্ষী হয় তিরুচিরাপল্লি।
#WATCH | Prime Minister Narendra Modi conducts a roadshow in Rameswaram, Tamil Nadu. pic.twitter.com/NhYf6iydPe
— ANI (@ANI) January 20, 2024
এদিন রোড শো করে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে গিয়ে বিশেষ পুজো-পাঠেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেওয়ার পর মন্দিরে অবস্থিত কুনকি হাতিকে নিজের হাতে খাবার খাওয়ান প্রধানমন্ত্রী মোদী। হাতিটিও মাউথ অরগ্যান বাজিয়ে প্রধানমন্ত্রীকে শোনান এবং শুঁড় দিয়ে আশীর্বাদ করেন। এরপর রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতেরা অযোধ্যার রাম মন্দিরের জন্য শাড়ি সেট-সহ বিশেষ উপহার প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেন।
