Tanushree Dutta: ‘চেহারার এ কী অবস্থা’, বহু বছর পর তনুশ্রী দত্তকে দেখে চিনতেই পারলেন না ফ্যানেরা!

Tanushree Dutta: এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 7:42 PM
তনুশ্রী দত্তকে মনে আছে? 'আশিক বনায়া আপনে' ছবিতে যার হট অবতার দেখে ঘায়েল হয়েছিলেন আপনিও। বহু বছর ধরেই তিনি ছিলেন লাইমলাইটের বাইরে। নানা পাটেকরের বিরুদ্ধে #মিটু নিয়ে সোচ্চার হয়েছিলেন কিছু বছর আগে। এরপর তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি।  এবার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে।

তনুশ্রী দত্তকে মনে আছে? 'আশিক বনায়া আপনে' ছবিতে যার হট অবতার দেখে ঘায়েল হয়েছিলেন আপনিও। বহু বছর ধরেই তিনি ছিলেন লাইমলাইটের বাইরে। নানা পাটেকরের বিরুদ্ধে #মিটু নিয়ে সোচ্চার হয়েছিলেন কিছু বছর আগে। এরপর তাঁকে আর কোনও ছবিতে দেখা যায়নি। এবার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাঁকে।

1 / 5
কেউ করলেন তাঁর শরীর নিয়ে মন্তব্য, আবার কেউ বা বলিউডে তাঁর হারিয়ে যাওয়া নিয়েও করলেন লাগাতার কটাক্ষ। তনুশ্রী পরেছিলেন কালো রঙের শাড়ি। এই কয় বছরে বেশ কয়েক কিলো ওজন বেড়েছে তাঁর।

কেউ করলেন তাঁর শরীর নিয়ে মন্তব্য, আবার কেউ বা বলিউডে তাঁর হারিয়ে যাওয়া নিয়েও করলেন লাগাতার কটাক্ষ। তনুশ্রী পরেছিলেন কালো রঙের শাড়ি। এই কয় বছরে বেশ কয়েক কিলো ওজন বেড়েছে তাঁর।

2 / 5
তবু শরীরের অতিরিক্ত মেদকে তোয়াক্কা না করেই হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। ক্যামেরার সামনেও তাঁকে আড়ষ্ট দেখাল খানিক। তবে পাপারাৎজির দাক্ষিণ্যে সেই ছবি ভাইরাল হতেই এল একের পর এক খারাপ মন্তব্য। কেউ তুলনা করলেন বস্তার সঙ্গে, কেউ বা আরও খারাপ।

তবু শরীরের অতিরিক্ত মেদকে তোয়াক্কা না করেই হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। ক্যামেরার সামনেও তাঁকে আড়ষ্ট দেখাল খানিক। তবে পাপারাৎজির দাক্ষিণ্যে সেই ছবি ভাইরাল হতেই এল একের পর এক খারাপ মন্তব্য। কেউ তুলনা করলেন বস্তার সঙ্গে, কেউ বা আরও খারাপ।

3 / 5
তবে চুপ করে থাকেনি এই বাঙালি অভিনেত্রীও। জানিয়েছেন কেন ওজন বেড়েছে তাঁর। ট্রোলিংয়ের পাল্টা এক পোস্ট করেছেন তনুশ্রী দত্ত।

তবে চুপ করে থাকেনি এই বাঙালি অভিনেত্রীও। জানিয়েছেন কেন ওজন বেড়েছে তাঁর। ট্রোলিংয়ের পাল্টা এক পোস্ট করেছেন তনুশ্রী দত্ত।

4 / 5
তিনি লিখেছেন, "দুর্ঘটনার পর আমার ওজন বেড়েছে। কিন্তু মিডিয়ায় এমন কিছু ছবি দেওয়া হয়েছে যেখানে আমাকে একটু বেশি মোটা দেখাচ্ছে"। তবু ট্রোলিং থামেনি। তনুশ্রীর ওজন বেড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকেই।

তিনি লিখেছেন, "দুর্ঘটনার পর আমার ওজন বেড়েছে। কিন্তু মিডিয়ায় এমন কিছু ছবি দেওয়া হয়েছে যেখানে আমাকে একটু বেশি মোটা দেখাচ্ছে"। তবু ট্রোলিং থামেনি। তনুশ্রীর ওজন বেড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকেই।

5 / 5
Follow Us: