AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milk Powder Face Pack: পুজোর আগে মুখের গ্লো ফেরাতে অব্যর্থ মিল্ক পাউডারের ৪ ফেস প্যাক! রইল টিপস

Puja Special Skin Care: বর্ষাকালে ত্বকে ময়লা জমে রোমকূপ অনেক সময় বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ এবং আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এতে ত্বক নিস্তেজ ও দাগযুক্ত হয়ে পড়ে। তাই বর্ষার গরম এবং আর্দ্র আবহাওয়াতেও ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে হলে নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করাটা জরুরি। ত্বকের যত্ন নিতে উপযুক্ত ফেস প্যাকের কোনও বিকল্প হয় না।

Milk Powder Face Pack: পুজোর আগে মুখের গ্লো ফেরাতে অব্যর্থ মিল্ক পাউডারের ৪ ফেস প্যাক! রইল টিপস
| Updated on: Aug 29, 2025 | 2:19 PM
Share

বর্ষাকালে ত্বকে ময়লা জমে রোমকূপ অনেক সময় বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ এবং আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এতে ত্বক নিস্তেজ ও দাগযুক্ত হয়ে পড়ে। তাই বর্ষার গরম এবং আর্দ্র আবহাওয়াতেও ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে হলে নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করাটা জরুরি। ত্বকের যত্ন নিতে উপযুক্ত ফেস প্যাকের কোনও বিকল্প হয় না।

ফেস প্যাক ত্বকের ছিদ্র পরিষ্কার করার পাশাপাশি পুষ্টিও জোগায়। ঘরোয়া উপায়ে নানা ধরনের ফেস প্যাক তৈরি করা যায়। যার মধ্যে একটি সহজ উপাদান হলো মিল্ক পাউডার, যা দিয়ে বাড়িতেই ফেস প্যাক বানানো সম্ভব। রইল সেই টিপস।

১। মিল্ক পাউডার এবং মধুর ফেস প্যাক – হাইড্রেশন বজায় রাখতে অত্যন্ত কার্যকরী এই প্যাক। মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে। আর মিল্ক পাউডার প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে ত্বককে পুষ্টি দেয়। এ দুটি মিলে শুষ্ক ও নিস্তেজ ত্বককে আর্দ্র করে নরম ও মসৃণ করে তোলে।

১ টেবিল চামচ মিল্ক পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্বাভাবিক থেকে শুষ্ক ত্বকের জন্য উপযোগী।

২। মিল্ক পাউডার, হলুদ এবং গোলাপ জলের ফেস প্যাক – ত্বক ব্রাইটেনিংয়ে অত্যন্ত উপকারী এই ফেস প্যাক। হলুদ ত্বকের দাগ-ছোপ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গোলাপ জল ত্বককে টোন করে এবং মিল্ক পাউডার হালকা এক্সফোলিয়েশন করে। একসঙ্গে এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল এবং সমান টোন করতে সহায়ক।

১ টেবিল চামচ মিল্ক পাউডার, এক চিমটি হলুদ ও প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

৩। মিল্ক পাউডার, লেবুর রস এবং দইয়ের ফেস প্যাক – ট্যান রিমুভ করতে এবং গ্লো ফেরাতে বেশ উপকারী। দইয়ের প্রাকৃতিক এনজাইম ও প্রোবায়োটিকস ত্বককে পুনর্জীবিত করে। লেবুর রসে ভিটামিন সি থাকে, যা রোদে পোড়া দাগ ও দাগছোপ কমাতে সাহায্য করে। এই প্যাক ত্বককে ট্যানমুক্ত করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। তবে লেবুর অম্লতার কারণে এটি সপ্তাহে ১–২ বার ব্যবহার করা উচিত।

১ টেবিল চামচ মিল্ক পাউডার, ১ চা চামচ দই এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।

৪। মিল্ক পাউডার, মুলতানি মাটি, গোলাপ জলের ফেস প্যাক – মুখের তেল নিয়ন্ত্রণে দারুণ উপকারী এই ফেস প্যাক। এটি বিশেষভাবে তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য ভালো। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ছিদ্র টাইট করে। মিল্ক পাউডার ত্বককে নরম ও পুষ্টি দেয়, যা তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত।

১ টেবিল চামচ মিল্ক পাউডার ও ১ টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে গোলাপ জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটা ব্যবহার করুন।