AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেড়াতে যাওয়ার আগে সিনিয়র সিটিজেনরা কী কী মনে রাখবেন?

বয়স্করা নিজেদের ট্রাভেল নিজেরাই প্ল্যান করুন, অথবা আপনার পরিবারের বয়স্কদের ট্রাভেল প্ল্যান যদি আপনি করেন, তাহলে কয়েকটা জিনিস ভুলে গেলে চলবে না।

বেড়াতে যাওয়ার আগে সিনিয়র সিটিজেনরা কী কী মনে রাখবেন?
| Updated on: Mar 19, 2021 | 9:03 PM
Share

বেড়াতে যাওয়ার (Travel) মতো মন ভাল করার অপশন আর বোধহয় কিছু হয় না। কিন্তু সময়ের অভাবে বেড়াতে যাওয়া সব সময় হয়ে ওঠে না। আপনি নাই বা গেলেন, আপনার পরিবারের বয়স্কদের জন্য ট্রাভেল ডেস্টিনেশন ঠিক করে, বুক করে দিন। একঘেয়েমি থেকে মুক্তি পাবেন তাঁরা। আবার অনেক সিনিয়র সিটিজেন একাই বেড়াতে ভালবাসেন। যে কোনও পরিস্থিতিতে সোলো ট্রাভেল তাঁদের পছন্দের। তাঁরাও প্ল্যান করার আগে কিছু সাধারণ জিনিস মাথায় রাখুন।

বয়স্করা নিজেদের ট্রাভেল নিজেরাই প্ল্যান করুন, অথবা আপনার পরিবারের বয়স্কদের ট্রাভেল প্ল্যান যদি আপনি করেন, তাহলে কয়েকটা জিনিস ভুলে গেলে চলবে না।

১) ট্রেন হোক বা বিমান, যাতে করেই ট্রাভেল করুন না কেন, সিনিয়র ফ্রেন্ডলি ট্রাভেল সার্ভিস রয়েছে কি না, আগে থেকে খোঁজ নিয়ে নিন। বয়স্কদের জন্য স্পেশ্যাল কোনও সার্ভিস থাকলে সেই সার্ভিস নেওয়ার চেষ্টা করুন। কারণ সঙ্গে অল্প বয়সী কেউ না থাকলে অনেক কিছুই একা জোগাড় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই স্পেশ্যাল সার্ভিস গুলোর সাহায্য নিতে পারেন।

আরও পড়ুন, নিরালায় ছুটি কাটাতে বেছে নিতে পারেন গোয়ার কোলা বিচ

২) ট্রেন বা বিমানে রিজার্ভেশনের সময় আপনি যে সিনিয়র সিটিজেন, সেটা জানিয়ে বুক করুন। সব সিটে বয়স্করা বসতে কমফর্টেবল নাও হতে পারেন। ফলে আপনার পছন্দের সিট কোনটা সেটা জানিয়ে বুক করুন।

৩) আপনার মেডিক্যাল ডকুমেন্ট যা যা রয়েছে, তার ফটোকপি ক্যারি করুন। আপনার কোন কোন রোগ রয়েছে, আপনি নিয়মিত কোন কোন ওষুধ খান, তার লিস্ট রাখুন নিজের কাছে। সঙ্গে রাখুন আপনার চিকিৎসকের নম্বরও। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার ব্যাগে এই সব তথ্য বিশদে থাকলে তবেই অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবেন।

৪) ব্যাগ ভারী করবেন না। প্যাকিংয়ের সময় ভেবেচিন্তে জিনিসপত্র গুছিয়ে নিন। প্রয়োজনের বাইরে কোনও জিনিস নেওয়ার প্রয়োজন নেই। কারণ ব্যাগ ভারী হলে বয়স্কদের পক্ষে ক্যারি করা মুশকিল হবে।

৫) এক একজনের খাওয়ার অভ্যেস এক একরকম। বিশেষত বয়স্করা রুটিন খাবারে অভ্যস্ত হয়ে পড়েন। ফলে যে জায়গায় বয়স্কদের ট্রাভেল প্ল্যান করছেন, সেখানে বাড়ির মতো খাবার পাওয়া যাবে কি না, তা আগে জেনে নিন। কমফর্ট জোনের বাইরে গিয়ে কতটা খাবার খেতে পারবেন, তা নিশ্চিত হয়ে তবেই বুকিং করুন।

আরও পড়ুন, ট্রাভেল ডেস্টিনেশন চটকপুর: কত বাজেটে বেড়াতে পারবেন?