ত্বক ভাল রাখতে রেড ওয়াইন কীভাবে কাজে লাগাবেন?
কী কী উপকার রয়েছে এর মধ্যে, জেনে নিন। তবে আপনার ত্বকে কতটা প্রয়োজন, তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শহরে শীত। পার্টির আমেজে রেড ওয়াইন হয়তো পান করেছেন আপনি। আহা!.. এই অনুভূতি হওয়াও বিচিত্র নয়। কিন্তু শুধু পান নয়। রেড ওয়াইন আপনার বিউটি রুটিনেও (beauty tips) বন্ধু হতে পারে। আপনার ত্বককে ভাল রাখতে এক চামচ রেড ওয়াইন কখনও ম্যাজিকের মতো কাজ করবে। কী কী উপকার রয়েছে এর মধ্যে, জেনে নিন। তবে আপনার ত্বকে কতটা প্রয়োজন, তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
১) রেড ওয়াইনের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে। তাই ত্বকে ব্রণর সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রেড ওয়াইন ফেসিয়াল ট্রাই করতে পারেন।
২) ক্লিনজিং এবং ময়শ্চারাইজিং-এর রুটিন প্রায় সকলেই ফলো করেন। কিন্তু টোনিং করতে ভুলে যান। অথচ ত্বকের যত্নে টোনার মাস্ট। প্রতিদিন এক টেবিল চামচ জলের সঙ্গে অর্ধেক টেবিল চামচ রেড ওয়াইন বাড়িতেই টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
৩) ত্বকের মরা কোষ তুলে ফেলতে রেড ওয়াইন লুফায় লাগিয়ে সারা শরীরে ঘষে নিতে পারেন। তবে ঠিক কতটা পরিমাণ রেড ওয়াইন আপনার ত্বকের অনুপাতে প্রয়োজন, তা বিশেষজ্ঞের থেকে জেনে নিন।
আরও পড়ুন, ঠোঁট কালো হয়ে যাচ্ছে? এই সব ভুল করছেন না তো?
৪) এক চামচ রেড ওয়াইনের সঙ্গে চাল গুঁড়ো অথবা চিনির দানা মিশিয়ে স্ক্রাবার তৈরি করতে পারেন। সপ্তাহে অন্তত তিনদিন এই স্ক্রাবার দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
৫) এক চা চামচ রেড ওয়াইনের সঙ্গে দুই চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে মাসাজ করতে পারেন। এতে একদিকে রক্ত সঞ্চালন ভাল হবে। অন্যদিকে ত্বক উজ্জ্বল হবে।
আরও পড়ুন, হেয়ার ড্রায়ার ছাড়া চুল শুকনো করতে কী কী করবেন?
৬) এক চামচ রেড ওয়াইনের সঙ্গে এক চামচ মধু এবং দুই চামচ দই মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে রাখতে পারেন। সপ্তাহে অন্তত একদিন ২০ মিনিট প্যাকটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে সাধারণ জলে ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম হহবে।
৭) রেড ওয়াইন ত্বককে একদিকে যেমন উজ্জ্বল করে, তেমনই অকাল বলিরেখার হাত থেকে মুক্তি দেয়। ফেসপ্যাকে ব্যবহার করুন। অথবা রেড ওয়াইন ফেসিয়াল ট্রাই করুন। কিন্তু আপনার ত্বকের সমস্যা অনুযায়ী কতটা পরিমাণ প্রয়োজন, তা বিশেষজ্ঞের থেকে জেনে নিন।
আরও পড়ুন, বয়স ধরে রাখতে বিউটি রুটিনে থাকুক এই ১০ নিয়ম