AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: পদবীর ইতিহাস: কোহলিরা আসলে ভারতীয় নাকি পাকিস্তানি? ইতিহাসে রয়েছে বিরাট চমক

Viral Kohli: বিরাট যখনই ব্যাট হাতে ২২ গজের চৌহদ্দিতে প্রবেশ করেছেন দেশ-ধর্মের বিভেদ ভুলে গ্যালারিতে একটাই স্বর ভেসে উঠেছে, 'কোহলি...কোহলি...।' কিন্তু যে নাম নিয়ে এত মাতামাতি সারা বিশ্ব জুড়ে, সেই বিরাট কোহলির নামের মানে কি জানেন? কোথা থেকে এল কোহলি পদবী?

Virat Kohli: পদবীর ইতিহাস: কোহলিরা আসলে ভারতীয় নাকি পাকিস্তানি? ইতিহাসে রয়েছে বিরাট চমক
Follow Us:
| Updated on: May 13, 2025 | 2:42 PM

টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। হাজার অনুরোধকে উপেক্ষা করে অবসর নিলেন তিনি। তাঁকে হারিয়ে ভারতের টেস্ট ক্রিকেট যেন সাময়িক জৌলুসহীন। শুধু টেস্ট নয়, বিরাট যখনই ব্যাট হাতে ২২ গজের চৌহদ্দিতে প্রবেশ করেছেন দেশ-ধর্মের বিভেদ ভুলে গ্যালারিতে একটাই স্বর ভেসে উঠেছে, ‘কোহলি…কোহলি…।’ কিন্তু যে নাম নিয়ে এত মাতামাতি সারা বিশ্ব জুড়ে, সেই বিরাট কোহলির নামের মানে কি জানেন? কোথা থেকে এল কোহলি পদবী?

জানা যায়, কোহলি উপাধি ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে পঞ্জাব অঞ্চলে পাওয়া একটি বিশিষ্ট উপাধি। এই নাম বিশেষ করে শিখ এবং হিন্দু ক্ষত্রীয় সম্প্রদায়ের মধ্যে দেখতে পাওয়া যায়। কোহলি নামের আক্ষরিক অর্থ স্পষ্ট নয়, কারণ এটি একটি বর্ণ বা বংশগত উপাধি।

তবে, কিছু পণ্ডিতের মতে এই পদবী কোনও প্রাচীন গ্রাম বা স্থানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেখানে এই সম্প্রদায়ের মানুষ আগে বাস করত। সেখান থেকেই এই পদবীর উৎপত্তি হয়ে থাকতে পারে।

কিছু সূত্রে, কোহলিকে যোদ্ধা বা প্রশাসক বর্ণের সঙ্গেও যুক্ত করা হয়েছে। কোহলি উপাধিটি হিন্দু ক্ষত্রিয় সম্প্রদায় থেকে এসেছে, বিশেষ করে বাণীয়া(ব্যবসায়ী) এবং ক্ষত্রিয় বর্ণের মধ্যে দেখা যায়।

কোহলি সম্প্রদায়ের অনেকেই পরবর্তীতে শিখ ধর্মে ধর্মান্তরিত হয়ে গুরু সম্প্রদায়ে যোগদান করেন। পঞ্জাবে বহু শিখ পরিবারে কোহলি পদবী দেখতে পাওয়া যায়।

দেশভাগের আগে, অনেক কোহলি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, করাচি ইত্যাদি জায়গায় তাই কোহলিদের অস্তিত্ব পাওয়া যায়।

মনে করা হয় কোহলি পরিবারের উৎপত্তিস্থল পঞ্জাবে। লাহোর, গুজরানওয়ালা, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর এই সব এলাকায় ছিল মূলত তাঁদের বাস। ভারত ভাগের পর তাঁদের অনেকে দিল্লি, পঞ্জাব, জম্মু, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেন।

কোহলি পদবীর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক এবং সামাজিক ঐতিহ্য। যার শিকড় ছড়িয়ে আছে পঞ্জাবের ক্ষত্রিয় জাতি, বণিক সম্প্রদায়ের মধ্যে।