AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Gets Pregnant: মহিলাকে গর্ভবতী করল AI! ২০ বছর পর হাসি ফুটছে পরিবারে

Artificial Intelligence: সফল হননি তাঁরা। এমনকি আইভিএফ-এর মাধ্যমেও সন্তানের জন্য চেষ্টা করেছিল সেই দম্পতি। ১৫ বারের চেষ্টা ব্যর্থ। নানা চিকিৎসকের পরামর্শও কাজে আসেনি। অবশেষে AI-এর মাধ্যমে সুখবর।

Woman Gets Pregnant: মহিলাকে গর্ভবতী করল AI! ২০ বছর পর হাসি ফুটছে পরিবারে
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jun 23, 2025 | 11:14 PM

কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে গর্ভবতী হলেন এক মহিলা! এমন ঘটনায় সাড়া পড়ে গিয়েছে। সারা বিশ্বেই এই নিয়ে আলোচনা। প্রায় দু-দশক অর্থাৎ ২০ বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিল এক দম্পতি। কিন্তু সফল হননি তাঁরা। এমনকি আইভিএফ-এর মাধ্যমেও সন্তানের জন্য চেষ্টা করেছিল সেই দম্পতি। ১৫ বারের চেষ্টা ব্যর্থ। নানা চিকিৎসকের পরামর্শও কাজে আসেনি। অবশেষে AI-এর মাধ্যমে সুখবর।

কী ভাবে এই মিরাকল হল? ২০ বছরের চেষ্টায় মানসিক ভাবে কার্যত ভেঙে পড়েছিল সেই দম্পতি। অবশেষে কলম্বিয়া ইউনিভার্সিটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ফার্টিলিটি টুলের মাধ্যমে তা হয়েছে। এই ফার্টিলিটি টুলের নাম STAR (স্মার্ম ট্র্যাক অ্যান্ড রিকোভারি)। বন্ধ্যাত্ব দূর করতে এই টুল বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক দম্পতির এর ফলে আশার আলো দেখতে পাচ্ছেন।

কী এই STAR? কীভাবে কাজ করে AI-এর টুল?

স্টার এমন একটি যন্ত্র যা বীর্যের মধ্যে থেকে জীবিত শুক্রাণু খুঁজে বের করে।

১. এই মাইক্রোফ্লুইড চিপ বীর্যের মধ্যে থাকা সমস্ত উপাদান আলাদা করে।

২. হাইস্পিড ইমাজিন সিস্টেম মাইক্রোস্কপিক ফ্রেমের মাধ্যমে লক্ষ লক্ষ ছবি তোলে।

৩. মেশিন লার্নিং অ্যালগরিদম সমস্ত ছবি পরীক্ষা করে লুকিয়ে থাকা জীবিত শুক্রাণু দ্রুত চিহ্নিত করে।

স্টার নামক এই টুল খুবই দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করে। জীবিত শুক্রাণুর যাতে কোনওরকম ক্ষতি না হয়, সেই বিষয়টিও নজর রাখে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি ল্যাবে যদি টেকনিশিয়ানরা বীর্যের নমুনার মধ্যে থেকে কোনও জীবিত শুক্রাণু দু-দিনেও খুঁজে না পায়, স্টার টুল ঘণ্টায় অন্তত ৪৪টি শুক্রাণু চিহ্নিত করতে পারে।

এই দম্পতির মধ্যে যে সমস্যা দেখা গিয়েছিল, স্বামীর বীর্যে সন্তান ধারনের মতো কোনও শুক্রাণু খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্টার টুল সেটাই করে দেখিয়েছে এবং সেই মহিলাকে গর্ভবতী হতে সাহায্য করেছে।