Love Bite: ঘাড়ে, গলায়, বুকে প্রেমের দাগ? সহজ টোটকায় ঢেকে ফেলুন ‘গোপন কালশিটে’
Home Remedies: আমদের ঘাড়, গলা, বুক, উরুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। এসব জায়গায় দাঁতের চাপ পড়ে তখন দাগ তৈরি হয়ে যায়। মূলত রক্তকণিকার উপর চাপ পড়ে। প্রেমের জোয়ারে ভেসে যে লাভ বাইট তৈরি হয়, তার দাগ বেশ কিছু দিন স্থায়ী হয়।

লাভ বাইট শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত। লাভ বাইটকে ভালবাসার চিহ্ন বললেও ভুল হবে না। একে-অপরকে আদরের সময় এমন ভালবাসার চিহ্ন ফুটে ওঠে ঘাড়ে, গলায়, বুকে। মিলনের সময় এমন লাভ বাইট অনেকই তৈরি হয়। পরস্পরের কাছে বিষয়টা খুব স্বাভাবিক হলেও ঘাড়ে, গলায় এমন দাগ নিয়ে রাস্তায় বেরোনো চাপের হয়। কিন্তু নিমেষে উধাও হয় না লাভ বাইট। তাই লাভ বাইট ঢাকার উপায় জানা খুব দরকার। যাতে আদরের পরও লাভ বাইট নিয়ে লজ্জিত না হতে হয়।
আমদের ঘাড়, গলা, বুক, উরুর ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। এসব জায়গায় দাঁতের চাপ পড়ে তখন দাগ তৈরি হয়ে যায়। মূলত রক্তকণিকার উপর চাপ পড়ে। লাভ বাইটকে ‘হিকি’ও বলা হয়। সমস্যা হল, প্রেমের জোয়ারে ভেসে যে লাভ বাইট তৈরি হয়, তার দাগ বেশ কিছু দিন স্থায়ী হয়। কম করে ২ দিন স্থায়ী হয়। আবার কারও-কারও ক্ষেত্রে এই ভালবাসার চিহ্ন ১৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ত্বক কতটা সংবেদনশীল এবং আপনার সঙ্গীর কামড় কতটা জোরাল ছিল। তবে, লাভ বাইট যদি ঢাকতে হয়, তাহলে মেনে চলতে পারেন সহজ কিছু উপায়।
বরফ ঘষে নিন- লাভ বাইটের উপর বরফ ঘষে নিন। একটি সুতির কাপড়ের মধ্যে বরফ জড়িয়ে নিন। এবার এটা লাভ বাইটের উপর লাগান। ১৫-২০ মিনিট এই কাজটা করুন। এতে লাভ বাইটের কারণে হওয়া জ্বালাভাব, ফোলাভাব ও ব্যথা কমে যাবে। পাশাপাশি এড়ানো যাবে দাগ। খুব জোরাল না হলেও এই উপায়ে বেশি দিন স্থায়ী হবে না লাভ বাইট।
অ্যালোভেরা জেল- লাভ বাইট লুকানোর অন্যতম সহজ উপায় হল অ্যালোভেরা জেল। অ্যালোভেরার পাতা থেকে তাজা জেল বের করে নিন। এবার এই অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর ওই হিমায়িত অ্যালোভেরা জেল চেপে ধরুন লাভ বাইটের উপর। এছাড়া আপনি লাভ বাইটের উপর অ্যালোভেরা জেল মালিশ করতে পারেন। টানা ৩ দিন লাভ বাইটের উপর অ্যালোভেরা জেল লাগালে, সহজেই উধাও হয়ে যাবে প্রেমের দাগ।
মেকআপ- মেকআপ ব্যবহার করে ঢেকে ফেলতে পারে লাভ বাইট। কোনও অনুষ্ঠান বা পার্টি বা অফিসে যাওয়ার হলে আপনাকে লাভ বাইট ঢেকে ফেলতে হবে। আর নিমেষে লাভ বাইট ঢেকে ফেলার একটাই উপায় হল মেকআপ। আপনার ত্বকের বর্ণ অনুযায়ী ফাউন্ডেশন বা কনসিলার বেছে নিন। তারপর অল্প পরিমাণ লাগিয়ে নিন লাভ বাইটের উপর। যাতে ফাউন্ডেশন বা কনসিলার গলে না যায়, তাহলে এর উপর লুজ পাউডার লাগিয়ে নেবেন। এতে সহজেই ঢেকে ফেলতে পারবেন প্রেমিকের দেওয়া লাভ বাইট।
