Essential Skin Care: উইকেন্ড ট্রিপ হোক বা পুজোর আড্ডা, ব্যাগে যে সব Essentials রাখতে ভুলবেন না
পুজোর আগে সুন্দর ত্বক পেতে রোজ নিয়ম করে ত্বকের যত্ন নিচ্ছেন। ক্রিম, ফেসিয়াল, স্ক্রাবার, টোনার কোনও কিছুরই কমতি থাকছে না। পার্লার গুলোতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। এই পুজোকে ঘিরে সারাবছরই চলতে থাকে প্রচুর প্ল্যানিং। পুজোর দিনে সকলেই চান তাঁকে যেন দেখতে খুব সুন্দর লাগে। এদিকে কাজের প্রয়োজনে রোজ আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়। বাইরের […]

পুজোর আগে সুন্দর ত্বক পেতে রোজ নিয়ম করে ত্বকের যত্ন নিচ্ছেন। ক্রিম, ফেসিয়াল, স্ক্রাবার, টোনার কোনও কিছুরই কমতি থাকছে না। পার্লার গুলোতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। এই পুজোকে ঘিরে সারাবছরই চলতে থাকে প্রচুর প্ল্যানিং। পুজোর দিনে সকলেই চান তাঁকে যেন দেখতে খুব সুন্দর লাগে। এদিকে কাজের প্রয়োজনে রোজ আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়। বাইরের ধুলো-বালি, দূষণে ত্বকের অনেক ক্ষতি হয়। ত্বক রুক্ষ্ম হয়ে যায়, ত্বকে কালো ছোপ পড়ে যায় সেই সঙ্গে বলিরেখা, ত্বক বয়সের আগে বুড়িয়ে যাওয়া একাধিক সমস্যা হয়। পুজোয় অল্প বিস্তর মেকআপ সকলেই করেন। এবার মুখ যদি রোজ ঠিক করে না পরিষ্কার করা হয় বা মুখে যদি ক্লান্তির ছাপ থাকে তাহলে কোনও মেকআপেই কাজ হবে না আর দেখতেও ভাল লাগবে না। তাই পুজোর সময় বাড়ির বাইরে বেরোলে সঙ্গে কিছু জিনিস রাখতেই হবে। ত্বক পরিচর্যার একটা রুটিন মেনে চলতেই হবে। সেই রুটিনে ছেদ পড়লে ত্বক দ্রুত খারাপ হয়ে শুরু করে।
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে নিয়মিত কিছু নিয়ম মানতে হবে। এবার মনে হতে পারেই যে যেখানে সারাদিন বাড়ির বাইরে কাটে সেখানে ত্বক পরিচর্যা কী ভাবে সম্ভব। অফিসে বসে তো আর রূপচর্চা করা যায় না। ত্বক ভাল রাখতে আমরা অনেক রকম ঘরোয়া টোটকা ব্যবহারের পরাামর্শ দিয়ে থাকি আর বাড়ির বাইরে বেশি সময় থাকলে ঘরোয়া প্যাক ব্যবহার করার সেই সুযোগও থাকে না। অফিসে থাকাকালীন যদি একবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেন তাহলেও কিন্তু ত্বক ভাল থাকবে। তাই ব্যাগে একটা করে ক্লিনজার অবশ্যই রাখবেন। এতে ত্বকে জমে থাকা ময়লা, তেল সহজেই দূর করা যায়।
ব্যাগে একটা করে ময়েশ্চারাইজার রেখে দিন। এসির মধ্যে বেশিক্ষণ থাকলে ত্বক এমনিই শুষ্ক হয়ে যায়। আর ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। তাই ব্যাগে একটা করে সানস্ক্রিন অবশ্যই রাখবেন। এসপিএফ ৩০-৫০ এর মধ্যে সানস্ক্রিন হওয়া বাঞ্ছনীয়। বলিরেখা দূর করতে েরামের জুড়ি নেই। আবার অনেকেই সেরামের সঙ্গে সানস্ক্রিন মিশিয়ে ব্যবহার করেন। আর ব্যাগে অবশ্যই তা রেখে দেবেন।
