পার্লারের ভরসায় না থেকে বাড়িতে নিজেই করুন বিকিনি ওয়্যাক্সিং; রইল টিপস

সঠিক পদ্ধতি না জানার ফলে বিপদও ঘটিয়ে ফেলেন অনেকে। তবে কিছু বিষয়ে খেয়াল রাখলে আপনি নিজেই করতে পারেন বিকিনি ওয়্যাক্স। হতে পারেন স্বয়ং নির্ভর। 

পার্লারের ভরসায় না থেকে বাড়িতে নিজেই করুন বিকিনি ওয়্যাক্সিং; রইল টিপস
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 1:57 PM

নিঁখুত রূপ পেতে চান সব মেয়ে। ভিতর থেকেও চান সুন্দর হতে। সৌন্দর্যের চেয়েও পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ। তাই বিকিনি ওয়্যাক্সের কদর বেড়েছে। তবে সেখানেও সমস্যার মুখোমুখি হতে হয় অনেককে। পার্লারে কিংবা বাড়িতে অন্য কেউ বিকিনি ওয়্যাক্স করিয়ে দিচ্ছেন, সেটায় কুণ্ঠাবোধ করেন। লজ্জা পান। তাই নিজে নিজেই কাজ সারতে চেষ্টা করেন। সঠিক পদ্ধতি না জানার ফলে বিপদও ঘটিয়ে ফেলেন। তবে কিছু বিষয় খেয়াল রাখলে আপনি নিজেই হতে পারেন স্বয়ং নির্ভর।

১. সঠিক ওয়্যাক্স কিনুন – ব্রাজিলিয়ান ওয়্যাক্স সবচেয়ে কার্যকরী। যে কারণে বিকিনি ওয়্যাক্সের পোশাকি নাম ব্রাজিলিয়ান ওয়্যাক্স। দু-ধরনে ওয়্যাক্স পাওয়া যায়। একটি মাইক্রোওয়েভে গরম করা যায়। অন্যটি ওয়্যাক্স ওয়ার্মারে। কোনটা বাছবেন, সেটা আপনার চয়েজ।

২. ওয়্যাক্স গরম করুন – একটা বিষয় মাথায় রাখবেন, ওয়্যাক্স কখনওই অ্যালিউমিনিয়ামের পাত্রে কিংবা গ্যাসে গরম করবেন না।

৩. লোমের দৈঘ্য – লোমের আকার ছোট হলে ওয়্যাক্সিং করার দরকার নেই। ছোট লোম ওয়্যাক্সিংয়ে উঠে আসে না। লোম তোলার সময় প্রচণ্ড যন্ত্রণা হয়। ১/৪ ইঞ্চ হলে তবেই তুলুন। এর চেয়ে বড় হলে কাঁচি বা ট্রিমারের সাহায্যে কেটে ছোট করে নিন।

৪. প্রি-ক্লিন – ওয়্যাক্সিং করার আগে গোপনাঙ্গ সাবান আর জল দিয়ে পরিষ্কার করুন। মুছে নিন জল।

৫. ধাপে ধাপে এগোন – সব জায়গায় একসঙ্গে ওয়্যাক্স লাগিয়ে দেবে না। ছোট-ছোট অংশ বেছে নিয়ে কাজ শুরু করুন। মাখন মাখানোর ধারহীন ছুরি দিয়ে ওয়্যাক্স লাগান। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর তুলে ফেলুন।

অত্যন্ত সহজ উপায়। কিন্তু মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে। না হলেই বিপদ ঘটতে পারে।

আরও পড়ুনশ্যাম্পু করার দুটি ভুল আর আপনার চুল হাওয়া!