Facial Hair: ঘরোয়া উপায়ে যন্ত্রণা ছাড়া মুখের ত্বকের লোম কীভাবে তুলে ফেলবেন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিন…
বাড়িতে তৈরি কয়েক ধরনের স্ক্রাব এক্ষেত্রে আপনার ত্বকের জন্য বিশেষ উপকারি হতে পারে। এই ধরনের স্ক্রাবগুলো বেশ স্বাস্থ্যকর হয় আর আপনার মুখের ত্বক থেকে লোম অপসারণ করতেও দারুণ কার্যকর হয়।
পার্লারে গিয়ে থ্রেডিং করে লোম তোলাটা খুবই যন্ত্রণাদায়ক। তাই অনেকেই ব্লিচ করার রাস্তা বেছে নেন। কিন্তু অনেক সময় ব্লিচ করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয় অনেককে। আর এই কারণে স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া উপায়ে তৈরি ব্লিচের মাধ্যমে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাঁরা।
১) আলু: আলু এমন একটা সবজি, যা সহজেই পাওয়া যায়। আর আলু তো রূপচর্চার জন্য খুবই জরুরি। একটা আলু নিয়ে চাকা চাকা করে কেটে নিন। তার একটা স্লাইসের উপর জল দিয়ে মুখে ঘষতে থাকুন। এটা আপনার মুখের লোমের রংকে ফ্যাকাশে করে দেবে। ত্বক হবে নরম।
২) টমেটো: টমেটোও ঘরোয়া ব্লিচ হিসেবে খুব কার্যকর। একটা টমেটো নিয়ে স্লাইস করে নিন। এ বার পাঁচ মিনিট ধরে ওই টমেটোর টুকরো মুখে ঘষতে থাকুন। তার পরে ইষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। কয়েক দিন পর থেকে পরিবর্তনটা লক্ষ্য করবেন।
৩) পাতিলেবুর রস-মধু: পাতিলেবুর রস আর মধু ত্বকের জন্য খুবই উপকারী। মধুর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তার পরে মুখের যে জায়গায় লোম আছে, সেই জায়গাগুলিতে মিশ্রণটি লাগিয়ে নিন। ২০ মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে তাড়াতাড়ি ফল পাবেন।
৪) পাকা পেঁপে: পাকা পেঁপের থেকে শাঁসটা বার করে নিন। তার মধ্যে এক টেবিল চামচ দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এ বার হালকা হাতে মুখে মাসাজ করুন। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। পেঁপে-দুধের এই মিশ্রণ ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে।
এছাড়াও বাড়িতে তৈরি কয়েক ধরনের স্ক্রাব এক্ষেত্রে আপনার ত্বকের জন্য বিশেষ উপকারি হতে পারে। এই ধরনের স্ক্রাবগুলো বেশ স্বাস্থ্যকর হয় আর আপনার মুখের ত্বক থেকে লোম অপসারণ করতেও দারুণ কার্যকর হয়।
১) বেসন: বেসনের মধ্যে হলুদ, গোলাপ জল আর দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ওই পেস্ট দিয়ে দু’মিনিট ধরে মুখে স্ক্রাব করুন। এই স্ক্রাব যত ব্যবহার করবেন, তত তাড়াতাড়ি ফল পাবেন।
২) নুন: হলুদ আর নুন নিয়ে তার মধ্যে লেবুর রস আর দুধ মিশিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন। পাঁচ মিনিট ধরে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। নুন মুখের অতিরিক্ত লোম দূর করে।
৩) কলা-ওটমিল: কলা চটকে নিন। তার মধ্যে ওটমিল মেশান। মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে থাকুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…
আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন