Baby Soft Skin: পার্লারে না গিয়েই মিলবে শিশুর মতো কোমল ত্বক, পুজোর আগে এই ৬ টোটকাকে কাজে লাগান
Home Remedies: পুজোর কয়েক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় ত্বকের পরিচর্চা। কেউ পার্লারে গিয়ে ফেসিয়াল, স্পা করান। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় রিভিউ দেখে বেছে নেন প্রসাধনী। কিন্তু একমাসের মধ্যে নরম নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে ঘরোয়া টোটকাই সেরা ফল এনে দেয়।

উজ্জ্বল ও নরম ত্বকের স্বপ্ন থাকে সকলেরই। বিশেষত, পুজোর আগে নিখুঁত ত্বক সকলের লক্ষ্য। তাই তো পুজোর কয়েক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় ত্বকের পরিচর্চা। কেউ পার্লারে গিয়ে ফেসিয়াল, স্পা করান। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় রিভিউ দেখে বেছে নেন প্রসাধনী। কিন্তু একমাসের মধ্যে নরম নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে ঘরোয়া টোটকাই সেরা ফল এনে দেয়। হেঁশেলে থাকা সামান্য উপকরণ দিয়ে রূপচর্চা করলে ত্বকে আসে প্রাকৃতিক আভা। এমনই ৬টি ঘরোয়া প্রতিকারের সন্ধান রইল আপনার জন্য।
লেবু ও মধুর মাস্ক: সমপরিমাণ মধু ও লেবুর রস নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ১৫-২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। মধু ত্বককে ময়েশ্চারাইজ ও কোমল করে তুলবে। অন্যদিকে লেবু ত্বকের জেল্লা বাড়াবে এবং ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।
অ্যাভোকাডো মাস্ক: একটা পাকা অ্যাভোকাডো নিয়ে ম্যাশ করে নিন। তারপর এটা ত্বকের উপর লাগান। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। অ্যাভোকাডোর মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টি রয়েছে। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং নরম করে তোলে।
চিনির স্ক্রাব: সমপরিমাণ চিনি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। অলিভ অয়েলের বদলে আপনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এবার এই এক্সফোলিয়েটিং স্ক্রাব দিয়ে ত্বকের উপর হালকা হাতে মালিশ করুন। এটি আপনার ত্বকের উপরিতলে জমে থাকা মরা কোষ দূর করতে সাহায্য করবে। এই স্ক্রাব আপনি সপ্তাহে ২দিন ব্যবহার করতে পারেন। এতে ত্বক জেল্লা বজায় থাকবে।
দই ও শসা মাস্ক: টক দইয়ের সঙ্গে শসা ব্লেন্ড করে নিন। এই ফেসপ্যাক আপনার ত্বকে কুলিং এফেক্ট এনে দেবে এবং ত্বককে হাইড্রেটেড রাখবে। এবার এই ফেসপ্যাক ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে আপনি ত্বকে সতেজতা ফিরে পাবেন। পাশাপাশি এর ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বককে কোমল করে তুলবে।
দুধ দিয়ে স্নান সারুন: স্নানের জলে কয়েক কাপ দুধ মিশিয়ে দিন। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বককে নরম করে তুলতে সাহায্য করে। স্নান না করলেও রোজ দুধ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এতেও মিলবে মনের মতো ত্বক।
অ্যালোভেরা জেল: ত্বকের প্রসঙ্গ এলে অ্যালোভেরাকে বাদ দেওয়া কঠিন। তাজা অ্যালোভেরা জেল নিয়ে ত্বকের উপর মালিশ করুন। দিনে দু’বার অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরার হাইড্রেটিং ও স্মুদিং উপাদান আপনার ত্বককে শুষ্কতা ও জ্বালাভাব থেকে রক্ষা করে।
