AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmiri beauty secrets: এখানকার মেয়েদের রূপের মোহে মুগ্ধ সকলেই, খোদ কাশ্মীর থেকে রইল রূপচর্চার টিপস

Kashmiri Women: কাশ্মীরের মহিলাদের ত্বকের উপর রয়েছে প্রকৃতির আর্শীবাদ। এছাড়াও এখানকার জাফরান, আমন্ড, দুধ, মালাইয়ের গুণেই কিন্তু মেয়েদের ত্বক এত বেশি সুন্দর...

Kashmiri beauty secrets: এখানকার মেয়েদের রূপের মোহে মুগ্ধ সকলেই, খোদ কাশ্মীর থেকে রইল রূপচর্চার টিপস
কাশ্মীরী কন্যাদের বিউটি সিক্রেট
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 10:22 AM
Share

কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বারবার পর্যটকদের আকর্ষণ করে তেমনই কিন্তু কাশ্মীরির কন্যাদের (Kashmir) সৌন্দর্যও মুগ্ধ করে আপামর ভারতবাসীকে। বিভিন্ন ঋতুতে কাশ্মীরের নানা রূপ আমরা দেখতে পাই। তেমনই কাশ্মীরী কন্যাদের মসৃণ ত্বক, উজ্জ্বল চুল আজও কিন্তু থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম সুন্দরী কাশ্মীরী কন্যারা (Beauty Of Kashmiri Women)। কোথাও কোনও খুঁত নেই তাঁদের। ত্বকের সমস্যা, বলিরেখা কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যা কোনও অভিযোগই নেই তাঁদের। বছরের পর বছর ধরে কাশ্মীরের কন্যারা পেয়ে আসছেন প্রকৃতির আর্শীবাদ (Beauty Tips From kashmir)। দূষণ মুক্ত পরিবেশ আর সতেজ প্রকৃতির ছোঁয়াতেই আজীবন ভরপুর থাকে তাঁদের রূপ লাবণ্য। কাশ্মীরী কন্যাদের সৌন্দর্যের পিছনে কিন্তু অবদান রয়েছে জাফরানের।

জাফরানের জন্মভূমি এই কাশ্মীর। ত্বকের সৌন্দর্য রক্ষায় যে জাফরানের একাধিক ভূমিকা রয়েছে তা কিন্তু সকলেই জানেন। এই জাফরান দুধে ভিজিয়ে মুখে লাগান কাশ্মীরের মেয়েরা।

এছাড়াও কাশ্মীরের স্পেশ্যাল কাহওয়া চাও কিন্তু শরীরের জন্য খুব ভাল। এই চায়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। সর্দি কাশির সমস্যা থেকে যেমন রক্ষা করে তেমনই কিন্তু এই চা মানসিক চাপও কমায়। আর মন ভাল থাকলে তার একটা প্রভাব ত্বকের উপর পড়বেই।

আমন্ড, আখরোট এসবও কাশ্মীরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমন্ড সারারাত দুধে ভিজিয়ে রেখে পরদিন তার পেস্ট বানিয়ে মুখে লাগান অনেক মেয়েই। আর এই আমন্ড প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে। পাশাপাশি রয়েছে আমন্ড অয়েলও। এখানকার মেয়েরা আমন্ড অয়েল ছাড়া অন্য কিছু ব্যবহার করেন না।

এছাড়াও কাশ্মীর মানেই ঘন মালাইয়ের রমরমা। খাবার পাশাপাশি এই মালাইও মুখে, হাতে-পায়ে ব্যবহার করেন কাশ্মীরের মেয়েরা। এতে তাংদের ত্বক প্রাকৃতিক ভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও কাশ্মীরের মানুষরা প্রায়শই বাটার টি খান। আর এই চাও কিন্তু আমাদের সরীরের জন্য ভাল। ত্বককে রাখে নরম।

দুধ-চন্দনবাটা ফেসপ্যাক হিসেবে অনেকেই ব্যবহার করেন। এতে যাবতীয় ত্বকের সমস্যা থাকে দূরে। এছাড়া নিয়মিত আখরোট খেলেও কিন্তু ত্বক থাকে ভেতর থেকে সুন্দর। পায় প্রয়োজনীয় পুষ্টিও। প্রকৃতি এবং প্রাকৃতিক এই সব জিনিসের ভরসাতেই কিন্তু এত সুন্দর কাশ্মীরের মেয়েরা।

আরও পড়ুন: Holi 2022: রাসায়নিক-যুক্ত রঙ থেকে দূরে থাকুন! দোলের দিন ত্বককে রক্ষা করার জরুরি উপায়গুলি জানুন