Tan Removal: রোদে বেড়িয়ে হাত দুটোয় ট্যান পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়ে দু’ দিনে ফিরে পান সুন্দর বাহু
Home Remedies: সবসময় ফুলহাতা জামা পরে রাস্তায় বের হওয়া সম্ভব নয়। এতেই হাতে ট্যান পড়ে যায়। হাত থেকে ট্যান না তুললে তা দেখতেও বিশ্রী লাগে।
গরমে যে সমস্যার সবচেয়ে বেশি মুখোমুখি হতে হয়, তা হল সান ট্যান (Sun Tan)। মুখের সান ট্যান তোলার জন্য বাজারে একাধিক প্রসাধনী পণ্য পাওয়া যায়। তবে বেশির ভাগ মানুষই প্রাকৃতিক উপাদানকে বেশি প্রাধান্য এবং ঘরোয়া প্রতিকার বেছে নেন মুখের ট্যান তোলার জন্য। কিন্তু সেই ঘরোয়া পদ্ধতি কি আমরা মুখের পাশাপাশি শরীরের অন্যান্য অংশে ব্যবহার করি? শুধু যে আমাদের সূর্যালোকের সামনে আসে তা তো নয়। আমাদের শরীরের অন্যান্য অংশেও ট্যান পড়ে, বিশেষত হাতে (Hands Care)। সবসময় ফুলহাতা জামা পরে রাস্তায় বের হওয়া সম্ভব নয়। এতেই হাতে ট্যান (Remove tan from hands) পড়ে যায়। হাত থেকে ট্যান না তুললে তা দেখতেও বিশ্রী লাগে। কালো দাগ হয়ে যায়। একই জিনিস ঘটে পায়ের ক্ষেত্রেও। হাত এবং পা থেকে ট্যান তোলার জন্যও আপনি ঘরোয়া প্রতিকারের (Home Remedies) সাহায্য নিতে পারেন।
লেবুর রস ও মধু
লেবুর রস একটি ব্লিচিং এজেন্ট, যা সূর্যের ট্যান দূর করতে সাহায্য করে। অন্যদিকে, মধু প্রাকৃতিক বডি লোশন হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস হওয়ায় এটি আপনার ত্বককে UV রশ্মির কারণে হওয়া যেকোনও ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। ট্যানিং দূর করতে একটি লেবুর রসে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার হাতে ঘষুন এবং প্রায় ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল এবং হালকা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।
শসার রস
শসা ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে এবং যেকোনও জ্বালা-পোড়ার ওপর শীতল প্রভাব ফেলে। আপনার হাতের ট্যান দূর করার ক্ষেত্রে এটি খুব কার্যকর। এর জন্য প্রথমে একটি খোসা ছাড়ানো শসা গ্রেট করে এর রস বের করে নিন। এবার একটি তুলোর বল ব্যবহার করে রসে ভিজিয়ে রাখুন। এবার ওই তুলোর বল হাতে লাগান। এটি শুকানোর জন্য অপেক্ষা করুন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আলুর রস
আলু আপনার ডার্ক সার্কেলগুলিতে বিস্ময়কর কাজ করে। এর পাশাপাশি এটি আপনার ত্বকের ট্যান তোলার জন্যও একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার। এটি প্রয়োগ করতে, কিছু আলু গ্রেট করে এর রস বের করুন। এই রস আপনার হাতে লাগান এবং কয়েক মিনিটের জন্য শুকাতে দিন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগান।
টমেটো ও দই
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোর রস ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ট্যানিং দূর করে। যদিও দই ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ, একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং এক্সফোলিয়েটর, যা ত্বকে পুষ্টি জোগায় এবং নরম করে তোলে। ট্যানিং দূর করতে কাঁচা টমেটোর পেস্টে ১-২ চা চামচ তাজা দই মিশিয়ে নিন। এখন এই পেস্টটি আপনার হাতে ২০ মিনিটের জন্য রাখুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক থেকে দুই দিন এটা ব্যবহার করলেই ট্যান দূর হয়ে যাবে।
আরও পড়ুন: গরমে বাড়ছে ঘামাচির সমস্যা! ট্যালকম পাউডারের বদলে বেছে নিন ঘরোয়া প্রতিকার