Beard Grooming Tips: বাড়িতে দাড়ি-গোঁফের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

যেভাবে প্রতিদিন খাবার খান, ঘুমান, সেভাবেই রোজকার প্রয়োজনীয় কাজের মধ্যেই থাকুক দাড়ি, গোঁফের যত্ন নেওয়া।

Beard Grooming Tips: বাড়িতে দাড়ি-গোঁফের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস
বাড়িতে কীভাবে আদড়ির যত্ন নেবেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 9:14 AM

ক্লিন শেভ নয়, দাড়ি আর গোঁফেই এখন মজেছেন পুরুষরা। স্টাইল করে দাড়ি রাখাই হালফ্যাশনের ট্রেন্ড। কিন্তু শুধু গোঁফ কিংবা দাড়ি রাখলেও তো হবে না। এর জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। অন্য সময়ে হয়তো স্যালোনে গিয়ে শখের দাড়ি, গোঁফের যত্ন-আত্তি করার সুযোগ হয়। কিন্তু করোনা আবহে স্যালোনে যেতেও ঠিক সাহস হয় না। তা বলে কী গোঁফ, দাড়ির পরিচর্যা হবে না? বাড়িতেই কীভাবে দাড়ি, গোঁফের যত্ন নিতে পারেন, সেজন্য দেখে নিন কিছু সাধারণ ঘরোয়া টিপস।

দাড়ি পরিষ্কার রাখুন- ফেসিয়াল হেয়ার বা দাড়ি পরিষ্কার রাখা কেবল হাইজিনের জন্য নয়, স্টাইলের ক্ষেত্রেও প্রয়োজনীয়। যাঁরা রোজ শেভ করেন না, তাঁরা অন্যান্য উপায়ে দাড়ি, গোঁফ পরিষ্কার রাখুন। নাহলে বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে। যার ফলে স্টাইলিশ দাড়ি পুরোটাই হয়তো কেটে ফেলতে হতে পারে। তাই চুলের মতো আলাদা করে দাড়িতেও শ্যাম্পু করুন, যাতে তেল-ময়লা জমে নোংরা না হয়।

বেয়ার্ড অয়েল- দাড়ির স্টাইল বজায় রাখতে ‘বেয়ার্ড অয়েল’ লাগাতেই হবে। এর ফলে দাড়ি নরম থাকে। তার পাশাপাশি ফেসিয়াল হেয়ারের সঠিক যত্ন এবং পুষ্টিও হয়। নোংরা, ধুলোবালি, ময়লা কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ অথবা অন্যান্য ইনফেকশন থেকেও আপনার দাড়িকে সুরক্ষিত রাখে এই বেয়ার্ড অয়েল।

নির্দিষ্ট সময়ান্তরে দাড়ি ট্রিম করুন- নির্দিষ্ট সময়ের মধ্যে দাড়ি ট্রিম করা খুবই জরুরি। এর দলে স্টাইল এবং দাড়ির শেপ দুটোই ভাল থাকে। যে ট্রিমার ব্যবহার করে দাড়ি ট্রিম করবেন, হাইজিন মেনে সেটাও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। মুখের আদল অনুযায়ী দাড়ির স্টাইল রাখুন। এক্ষেত্রে স্যালোন এক্সপার্টের পাশাপাশি ইন্টারনেটেও ভরসা রাখতে পারেন।

দৈনন্দিন পরিচর্যা প্রয়োজন- যেভাবে প্রতিদিন খাবার খান, ঘুমান, সেভাবেই রোজকার প্রয়োজনীয় কাজের মধ্যেই থাকুক দাড়ি, গোঁফের যত্ন নেওয়া। নিয়মিত দাড়িতে শ্যাম্পু করা, বেয়ার্ড অয়েল লাগানো কিংবা দাড়ি ট্রিম করার পাশাপাশি শেপ বা স্টাইল সেট করার জন্য জেল রাখাতে পারে। বিশেষ করে যাঁরা বড় দাড়ি রাখেন, তাঁদের ক্ষেত্রে এই সবক’টি নিয়মই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসিয়াল হেয়ার গ্রোথের জন্য কোনও স্পেশ্যাল বেয়ার্ড অয়েল বা ক্রিম ব্যবহারের আগে অতি অবশ্যই নিজের স্কিন কোয়ালিটি বুঝে তারপর লাগান। নাহলে এর ফলে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন- করোনাকালে হ্যান্ডক্রিমের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, জেনে নিন