Hair Straightening: এবার চুল সোজা করার জন্য আর পার্লার যেতে হবে না, ৪ টি ঘরোয়া উপায়েই সেটা সম্ভব…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 19, 2022 | 1:08 PM

হাজার হাজার টাকা খরচ করে এই কেমিক্যালের সাইড এফেক্ট থেকে চুল রক্ষা করাও হবে। আর চুল খুব সহজেই স্ট্রেট রাখতে পারবেন। সবার চুল তো আর প্রাকৃতিকভাবে স্ট্রেট হয় না।

Hair Straightening: এবার চুল সোজা করার জন্য আর পার্লার যেতে হবে না, ৪ টি ঘরোয়া উপায়েই সেটা সম্ভব...

Follow Us

বেশিরভাগ মহিলাই সোজা চুল (Straight Hair) রাখতে পছন্দ করেন। এর জন্য, অনেক মহিলা স্ট্রেটেনিং টুলস, কেরাটিন এবং স্মুথিং- এর মতো রাসায়নিক প্যাকযুক্ত চিকিত্সারও চেষ্টা করে। তবে এগুলো দীর্ঘমেয়াদে আমাদের চুলের ক্ষতি (Hair Problems) করতে পারে। হেয়ার স্ট্রেইটনার (Hair Straightener) আমাদের চুলকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে। কারণ, কেমিক্যালযুক্ত সেলুন ট্রিটমেন্টের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে, এমনকি ভাঙতেও পারে।

হাজার হাজার টাকা খরচ করে এই কেমিক্যালের সাইড এফেক্ট থেকে চুল রক্ষা করাও হবে। আর চুল খুব সহজেই স্ট্রেট রাখতে পারবেন। সবার চুল তো আর প্রাকৃতিকভাবে স্ট্রেট হয় না। কারও চুল হয় কোকড়া, কারও আবার হালকা সোজা। এ কারণে অনেকেই স্ট্রেইট চুল পেতে রিবন্ডিংসহ হেয়ার স্ট্রেটনিং করান। কিন্তু তার ফলে মারাত্বক ক্ষতি হয়ে যেতে পারে চুলের। স্যালোর মাধ্যমে এটি করতে খরচও প্রচুর। তাই এবার ভেবে দেখতে পারেন সহজ ঘরোয়া এই পদ্ধতিটি।

কেমিকেল-যুক্ত বিভিন্ন প্রসাধনী ব্যবহার না করেও চুল সোজা করতে পারেন ঘরোয়া উপায়ে। এজন্য প্রয়োজন মাত্র ৪টি প্রধান ঘরোয়া উপাদান। এ উপায়ে হেয়ার স্ট্রেইটনার ছাড়াই ঘরে বসে পেতে পারেন স্ট্রেইট চুল। এজন্য নিয়মিত ব্যবহার করুন বিশেষ এক প্যাক। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

১. কলা ২টি
২. মধু ২ টেবিল চামচ
৩. অলিভ অয়েল ২ টেবিল চামচ
৪. টকদই ১ টেবিল চামচ

পদ্ধতি:

প্রথমে সব উপকরণ একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। এরপর প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন।

তারপর শ্যাম্পু দিয়ে চুল ভাল করে চুল ধুয়ে নিন। দ্রুত ফলাফল পেতে এ প্যাকটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন। তাহলেই মিলবে জেল্লাদার স্ট্রেট চুল।

শীতকাল এমন একটা সময় যখন আমাদের চুল আর ত্বকের স্বভাবিক সময়ের তুলনায় বেশি যত্ন নিতে হয়। এই সময় প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে, ফলে চুল পাতলা হয়ে যায়। তাই শীতের সময়টায় চুলের অতিরিক্ত যত্ন নেওয়া খুবই জরুরি। তবে চুলের যত্নে রাসায়নিক বিভিন্ন প্রোডাক্টের চেয়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করা বেশি লাভজনক।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…

Next Article