AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Korean Glass Skin Care Routine: হেঁশেলে থাকা উপাদান দিয়েই করুন কোরিয়ান গ্লাস স্কিন রুটিন ট্রিটমেন্ট, দেখুন ম্যাজিক ফেসপ্যাকের রেসিপি

Weekend Skin Care: ছুটির দিনে হাতে অনেক বেশি সময় থাকে। যে কারণে ছুটির দিনে পার্লারে না গিয়ে ঘরোয়া উপাদানে বাড়িতেই হোক রূপর্চা। এতে ত্বক অনেক বেশি পরিষ্কার থাকবে

Korean Glass Skin Care Routine: হেঁশেলে থাকা উপাদান দিয়েই করুন কোরিয়ান গ্লাস স্কিন রুটিন ট্রিটমেন্ট,  দেখুন ম্যাজিক ফেসপ্যাকের রেসিপি
কোরিয়ান স্কিন কেয়ারের এই সিক্রেট জানেন তো
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 9:30 AM
Share

খাবার থেকে মেকআপ সর্বত্রই রমরমা কোরিয়ান ট্রেন্ডের। বিটিএস (BTS) বা ব্ল্যাকপিঙ্ক (BlackPink) এখন ভারতেও বেশ জনপ্রিয়। বিশেষ করে BTS নিয়ে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে টিনএজারদের মধ্যে। আর তাই কোরিয়ান স্কিন কেয়ার নিয়েও আমাদের দেশের তরুণীরাও ভীষণ আগ্রী। এই BTS-এর জনপ্রিয়তার সূত্র ধরেই শহরে এখন ব্যাং-এর ছাতার মত গজিয়ে উঠছে কোরিয়ান ফুড স্টল। ফর্সা, স্বচ্ছ, ত্বকের জন্য কোরিয়ানরা বিশ্বজুড়েই বিখ্যাত। আর ফর্সা ত্বকের অধিকারী হতে কে আর না চায়! রূপকথায় পড় সব গল্পেই ফর্সা, সুন্দরী, মোলায়েম ত্বকের রমরমা। এখন দূষণের জেরে ত্বকের দফারফা। রোজ রোজ ফেসিয়াল, ফেসওয়াশ, ব্লিচ এসব করলে ত্বকের উপর প্রভাব পড়ে। ত্বক রুক্ষ্ম হয়ে যায়, খুব তাড়াতাড়ি বুড়িয়েও যায়। আর তাই ত্বক রক্ষা করা খুবই জরুরি। নিয়মিত পরিচর্যা করতেই হবে।

আর তাই রইল দারুণ একটি  ফেসপ্যাকের হদিশ। এভাবে নিয়ম মেনে পরিচর্যা করলে কাঁচের মত ত্বক হবেই। রান্নাঘরে আলু থাকে। আর সেই আলু প্রথমে ভাল করে ধুয়ে কুরিয়ে নিতে হবে। এবার সেই আলুর রস বের করে নিন। এর মধ্যে দু চামচ গোলাপ জল আর এক বড় চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এর মধ্যে এক চামচ কাঁচা দুধ, অ্যালোভেরা জেলও মেশান। সব ভাল করে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। মুখে ১৫ মিনিট রেখে শুকিয়ে এলে ইষদুষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে।

এবার বানিয়ে নিন কোরিয়ান ফেস প্যাক। এতে ত্বকে বয়সের ছাপ পড়বে না বা ত্বক কুঁচকে যাবে না। গ্রেট করা আলু বেটে ওর মধ্যে মধু আর চাল গুঁড়ি মিশিয়ে নিলেই হবে। এই প্যাক অন্তত ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে। এতে ত্বক কাঁচের মত চক চক করবে। আলুর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে, যা ত্বকের বয়েস বাড়তে দেয় না। আর কোরিয়ান স্কিন কেয়ারের মূল উপাদান হল চালের গুঁড়ি। মুখের যাবতীয় তেল-ময়লা তুলে ফেলতে এই চালগুঁড়ির কোনও তুলনা নেই। এই প্যাক রাতে লাগালেই বেশি উপকার পাবেন।