Dry Skin: শুষ্ক ত্বকের সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই! ব্যবহার করুন এই ৪টি ফেস প্যাক
শীতের মরসুম শুরু হওয়া মানেই ত্বকের শুষ্কভাব, রক্ষতার সমস্যা শুরু হয়ে যাওয়া। এই শীতের সময়ই বিশেষ যত্ন নিতে হয় ত্বকের।
শীতের মরসুম শুরু হওয়া মানেই ত্বকের শুষ্কভাব, রক্ষতার সমস্যা শুরু হয়ে যাওয়া। এই শীতের সময়ই বিশেষ যত্ন নিতে হয় ত্বকের। বাজারে তো একাধিক ময়েশ্চারাইজার পাওয়া যায়, যা আপনার ত্বকের ওপর প্রভাব ফেলে। কারোর ত্বক সংবেদনশীল হলে, এই পণ্য গুলোই নেতিবাচক প্রভাব ফেলে ত্বকের ওপর। তাই সবাই চান এমন পণ্য ব্যবহার করতে যা ত্বকের প্রভাব কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ফেলবে না এবং ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সুন্দর। এর জন্য ব্যবহার করতে হবে প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদান।
যখনই ত্বকের প্রসঙ্গ আসে, তখন আমরা সবাই ঘরোয়া প্রতিকারই খুঁজি। এই ক্ষেত্রেও বিষয়টি বিপরীত নয়। শুষ্ক ত্বকের যত্নে ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে, এটি আপনার ত্বকে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না, উপরন্ত ত্বকের কোমলতা বজায় থাকবে। এর জন্য কী কী উপাদান, কীভাবে ব্যবহার করবেন দেখে নিন।
নারকেল তেল- শুষ্ক ত্বকের ওপর দারুণ কার্যকরী প্রভাব ফেলে নারকেল তেল। এর জন্য এক চামচ বেসনের সঙ্গে পরিমাণ মত নারকেল তেল যোগ করুন। উপাদান দুটিকে ভাল করে মিশিয়ে নিন এবং ত্বকের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট ত্বকের ওপর রাখার পর গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে এই ফেস প্যাকটি প্রতিদিন একবার করে ব্যবহার করুন।
কলা- কলা খাওয়া শরীরের পক্ষে যতটা উপকারী, ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রেও একই ভাবে কার্যকরী। কলা হচ্ছে প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে। কলার মধ্যে ভিটামিন সি, এ পটাশিয়াম, ক্যালসিয়াম, ফস্ফরা এবং কার্বোহাইড্রেট রয়েছে। এই সব উপাদান শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করার জন্য ভীষণ ভাবে কার্যকর। এর জন্য কলার পেস্টে নারকেল তেল যোগ করে ত্বকের ওপর প্রয়োগ করুন। হালকা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করতে সাহায্য করবে।
কফি- কফি পান করলে আপনার মুড যেমন ফ্রেশ হয়ে যায়, তেমনই ত্বকের ওপর কফি প্রয়োগ করলে, আপনার ত্বকও ফিরে পায় সতেজতা। উপরন্ত কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এর জন্য এক চামচ কফি গুঁড়োর সঙ্গে মধু ও পরিমাণ মত গোলাপ জল যোগ করুন। উপাদানগুলি ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। এই ফেস প্যাক আপনাকে শুষ্ক ত্বকের সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করবে।
বেসন ও দুধ- বেসন ত্বকের ক্ষেত্রে দারুণ উপযোগী। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি বেসন ও দুধের তৈরি ফেস প্যাক নিয়ন্ত্রণে রাখবে আপনার ত্বকের শুষ্কতা। এর জন্য এক চামচ বেসনের সঙ্গে দুধ এবং এক চিমটে হলুদ গুঁড়ো যোগ করুন। উপাদান গুলি ভাল করে মিশিয়ে নিন ত্বকের ওপর প্রয়োগ করুন। তারপর ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: সৈকতে বেড়াতে গিয়ে সানবার্নে ক্ষতিগ্রস্ত ত্বকের পরিচর্চা করবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস