Neem For Skin: ত্বকের যত্নে একাই একশো নিম, শুধু জানতে হবে সঠিক ব্যবহার
Neem Face Packs: সেই আদিযুগ থেকে রূপচর্চায় ব্য়বহার হয়ে আসছে চন্দন। ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে এই চন্দন। নিম পাউডারের সঙ্গে খানিকটা চন্দন বাটা মিশিয়ে দিন। ব্য়াস তাহলেই কাজ শেষ। ত্বকের কালো ছোপ মেটাতেও সাহায্য করে এই ফেস প্যাক।

আদিযুগ থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে নিম। ত্বকের যত্নে এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট। আরও রয়েছে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড ও খনিজ। যা ত্বকের জন্য দুর্দান্ত সব উপাদান।
শুধু তাই-ই নয়, নিমের মধ্য়ে রয়েছে ব্য়াকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক বিনাশ করার শক্তি। এছাড়া ত্বকের নানা প্রদাহ, সংক্রমণ ও জ্বালাভাব দূর করতেও সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সহায়তা করে নিম। তবে জানতে হবে সঠিক ব্যবহার। জানুন ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাবেন নিম…
নিম ও দই ফেসপ্যাক: নিম ও দই উভয়ই ত্বকের জন্য ভীষণ জরুরি। এটি ত্বকের কালো দাগছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে এই ফেস প্যাক। কয়েকটি নিম পাতা ধুয়ে নিয়ে পেস্ট করে নিন। এবার তাতে দুই চামচ দই মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
নিম ও অ্যালোভেরা ফেসপ্যাক: অ্য়ালোভেরা ত্বকের জন্য ভীষণই উপকারি। আর নিমের সঙ্গে অ্যালোভেরা যোগ করলে তো আর কথাই নেই। অ্যালোভেরার সঙ্গে কয়েক চামচ শুকনো নিম পাউডার মিশিয়ে গুলে নিলেই কাজ শেষ। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।
নিম ও চন্দনের ফেস প্যাক: সেই আদিযুগ থেকে রূপচর্চায় ব্য়বহার হয়ে আসছে চন্দন। ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে এই চন্দন। নিম পাউডারের সঙ্গে খানিকটা চন্দন বাটা মিশিয়ে দিন। ব্য়াস তাহলেই কাজ শেষ। ত্বকের কালো ছোপ মেটাতেও সাহায্য করে এই ফেস প্যাক।
নিম ফেস প্যাক: এছাড়া ত্বকের যত্নে নিম একাই একশো। গাছ থেকে কয়েকটি নিমপাতা তুলে মিহি করে পেস্ট করে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। অপেক্ষার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
