Valentine’s Day 2022: ভ্যালেন্টাইন ডে-এর আগে মাচা দিয়ে রূপচর্চা শুরু করুন! আপনার উজ্জ্বল ত্বক সঙ্গীর নজর কাড়তে বাধ্য হবে

ব্রণর ক্ষেত্রেও সহায়ক মাচা গ্রিন টি। এই চা ত্বকের প্রাকৃতিক সেবামকে বজায় রাখে তার সঙ্গে ত্বকের যাবতীয় সংক্রমণ হ্রাস করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাচা গ্রিন টি ব্যবহার করবেন...

Valentine’s Day 2022: ভ্যালেন্টাইন ডে-এর আগে মাচা দিয়ে রূপচর্চা শুরু করুন! আপনার উজ্জ্বল ত্বক সঙ্গীর নজর কাড়তে বাধ্য হবে
ব্রণর ক্ষেত্রেও সহায়ক মাচা গ্রিন টি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 4:24 PM

বসন্ত এসে গেছে…। ফেব্রুয়ারি মানেই আকাশে বাতালে প্রেমের বার্তা। ভ্যালেন্টাইন ডের (Valentine’s Day) আগেই পালিত হয় বাঙালির প্রেম দিবস। তবে ভ্যালেন্টাইন ডে নিয়ে যুগলদের মধ্যে উন্মাদনা একটু বেশিই থাকে। আর এই প্রেম দিবসের জন্য নিজেকে সাজিয়ে তুলতে কোনওভাবেই পিছপা হতে রাজি নন কেউই। বিশেষ করে মহিলারা এদিনের জন্য এখন থেকেই নিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। ভ্যালেন্টাইন ডে-র মতো বিশেষ দিনে (special day) ত্বকের উজ্জ্বলতা (Glowing Skin) বাড়াতে রোজের স্কিন কেয়ার রুটিনে মাচা গ্রিন টি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

মাচা গ্রিন টি জাপানের বেশ জনপ্রিয়। বর্তমানে এই চা ভারতেও জনপ্রিয়তা অর্জন করেছে। এই চা পান করতেও পারেন। এছাড়াও আপনি এই মাচা গ্রিন টি ফেসমাস্ক হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে চুল ও ত্বককে রক্ষা করে। এটি ত্বকের অকাল বার্ধক্য এবং চুলকে ধূসর হওয়া থেকে প্রতিরোধ করে।

মাচা ৬০ শতাংশ ক্যাটেচিন দ্বারা সমৃদ্ধ যা হল এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে ডিটক্স করতে সাহায্য করে। বেদানা ও বেরির থেকের বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মাচা চায়ের মধ্যে, এই কারণে এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সহায়ক। ব্রণর ক্ষেত্রেও সহায়ক মাচা গ্রিন টি। এই চা ত্বকের প্রাকৃতিক সেবামকে বজায় রাখে তার সঙ্গে ত্বকের যাবতীয় সংক্রমণ হ্রাস করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাচা গ্রিন টি ব্যবহার করবেন…

যদি আপনার স্কিন নর্ম্যা‌ল হয় তাহলে এক চামচ মাচা গ্রিন টি-এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এটা সারা মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবেন আপনি।

তৈলাক্ত ত্বকের ওপর দারুণ কাজ করে মাচা গ্রিন টি। এর জন্য এক চামচ মাচা গ্রিন টি নিন। এতে এক চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার যদি কম্বিনেশন স্কিন হয় তাহলেও এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এক চামচ মাচা গ্রিন টি-এর সঙ্গে পরিমাণ মত গোলাপ জল মিশিয়েও ত্বকে ওপর ব্যবহার করতে পারেন।

আপনার যদি অতিরিক্ত শুষ্ক ত্বক হয় তাহলেও আপনি মাচা গ্রিন টি ব্যবহার করতে পারবেন। এর জন্য ২ চামচ মাচা গ্রিন টি নিন এবং এতে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ত্বকের ওপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেই আপনি ভ্যালেন্টাইনস ডে’এর আগেই পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।

আরও পড়ুন: ভ্যালেন্টাইনের নজর কাড়তে চান? রোজ ডে’তে রূপচর্চা শুরু করুন গোলাপের পাপড়ি দিয়ে