Botox Hair Treatment: পুজোয় বোটক্স করাবেন ভাবছেন? জেনে নিন এই হেয়ার ট্রিটমেন্টের খুঁটিনাটি
Hair Treatment: চুলের ডগা ফেটে গেলে, অত্যধিক পরিমাণে চুল উঠতে থাকলে, ফ্রিজিনেস বাড়লে বোটক্স আপনাকে সেরা ফলাফল এনে দিতে পারে। বোটক্স ট্রিটমেন্টে মূলত চুলের ডিপ কন্ডিশনিং করা হয়। ক্ষতিগ্রস্ত চুলে জেল্লা ফিরিয়ে আনে বোটক্স ট্রিটমেন্ট।

পুজোর আগে চুলের পরিচর্যা করাতে অনেকেই ভিড় করেন পার্লারে। ক্ষতিগ্রস্ত চুলে জেল্লা ফিরিয়ে আনতে অনেকেই বেছে নেন কেরাটিন ট্রিটমেন্ট। আবার অনেকেই স্ট্রেটনিং করান। আবার কেউ শুধু স্পা করিয়েই বাড়ি চলে আসেন। তবে, ক্ষতিগ্রস্ত চুলকে আবার সুন্দর করে তুলতে সবচেয়ে বেশি কার্যকর বোটক্স। ত্বকের যৌবন ধরে রাখতে অনেকেই বোটক্স ট্রিটমেন্টের সাহায্য নেন। একইভাবে, চুলে নিয়মিত বোটক্স করালে চুলের শুষ্কভাব, চুল পড়া, ফ্রিজিনেস যাবতীয় সমস্যা কমে যাবে।
চুলের ডগা ফেটে গেলে, অত্যধিক পরিমাণে চুল উঠতে থাকলে, ফ্রিজিনেস বাড়লে বোটক্স আপনাকে সেরা ফলাফল এনে দিতে পারে। বোটক্স ট্রিটমেন্টে মূলত চুলের ডিপ কন্ডিশনিং করা হয়। বোটক্স ট্রিটমেন্টে কেরাটিন, কোলাজেন, ভিটামিন বি৫ এবং ই-এর মতো পুষ্টি থাকে। বোটক্স ট্রিটমেন্টে চুলের উপর কোনও রকম স্ট্রেটনার প্রয়োগ করা হয় না। অর্থাৎ আপনার যদি কোঁকড়ানো চুল থাকে, ট্রিটমেন্টের পর সেটাই থাকবে। স্ট্রেটনিং বা কেরাটিন ট্রিটমেন্টের মতো চুল সোজা হয়ে যাবে না।
যেভাবে বোটক্স ট্রিটমেন্ট করা হয়:
প্রথমে শ্যাম্পু করা হয়, যাতে চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল পরিষ্কার করে হয়ে যায়। তোয়ালের সাহায্যে চুল শুকনো করা হয়। ড্রায়ার ব্যবহার করা হয় না। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত বোটক্স লাগানো হয়। বোটক্স মাখানোর পর ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে আপনার চুল নরম ও মসৃণ হয়ে উঠবে। এরপর আবার চুলে শ্যাম্পু করা হয়। এমনভাবে শ্যাম্পু করা হয় যাতে বোটক্সের মাত্র ২০ শতাংশ ধুয়ে যায়। শ্যাম্পু করার পর চুল আঁচড়ে নেওয়া হয়। এরপর কোল্ড ব্লাস্ট পদ্ধতির মাধ্যমে কিউটিকলের ময়েশ্চার সিল করে দেওয়া হয়। এই পদ্ধতিতে চুলে খুব কম তাপ প্রয়োগ করা হয়। চুলের যাবতীয় সমস্যা এই বোটক্স ট্রিটমেন্টের সাহায্যে দূর হয়ে যায়।
বছরে কতবার আপনি বোটক্স ট্রিটমেন্ট করাতে পারবেন:
ত্বকের উপর যে বোটক্স ট্রিটমেন্ট করা হয়, তার থেকে সম্পূর্ণ আলাদা হয় হেয়ার বোটক্স ট্রিটমেন্ট। ৪০-এর কোঠা পেরোলে ত্বক কুঁচকে যায়, বলিরেখা জোরাল হয়। এগুলো রুখতে এবং ত্বকের যৌবন ধরে রাখতে বোটক্স ট্রিটমেন্টের সাহায্য নেন। কিন্তু চুলের ক্ষয় বাড়তে শুরু করলে যে কোনও বয়সেই আপনি বোটক্স ট্রিটমেন্টের সাহায্য নিতে পারেন। যদি আপনার চুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে বছরে তিনবার বোটক্স ট্রিটমেন্ট করাতে পারেন। এছাড়া বছরে একবারই বোটক্স ট্রিটমেন্ট করানো যথেষ্ট।
