AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Lipstick Shades: শীতকালে কোন ধরনের শেড ব্যবহার করবেন জেনে নিন, ম্যাট লিপস্টিকের ক্ষেত্রেও মেনে চলুন কিছু নিয়ম…

প্রতি বছরই লিপস্টিকের ধরন এবং স্টাইল অনেকটাই পালটে যায়। ওমব্রে স্টাইলে লিপস্টিক ব্যবহার এখন জনপ্রিয়। ঠোঁটের চারদিকে গাঢ় রং লাগিয়ে মাঝের অংশে একই রঙের অপেক্ষাকৃত হালকা শেডের লিপস্টিক লাগানোই ওমব্রে স্টাইল।

Winter Lipstick Shades: শীতকালে কোন ধরনের শেড ব্যবহার করবেন জেনে নিন, ম্যাট লিপস্টিকের ক্ষেত্রেও মেনে চলুন কিছু নিয়ম...
| Edited By: | Updated on: Nov 21, 2021 | 1:14 PM
Share

শীতকালে বেশ কিছু সতর্কতা মাথায় রাখতে হয় মেকআপ করার সময়। এই সময়ে ত্বকে আর্দ্রতা কমে যায়, শুষ্কতা এতটাই বেশি হয় যে ত্বক মারাত্মক রুক্ষ হয়ে যায়। একইসঙ্গে ঠোঁটেও এর খুব বেশি প্রভাব পড়ে। বিভিন্ন ঋতুতে আমাদের মেকআপের প্রোডাক্টগুলোও বিভিন্ন হয়। বঙ্গের আবহাওয়ায় গরমকালে বাতাসে যতটা আর্দ্রতা থাকে, শীতে সে পরিমাণ আর্দ্রতা থাকে না।

ঠিক সেই কারণেই আমাদের মেকআপের প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে লিপস্টিক। এই সময় যে সামান্য শেডের তারতম্যও হয় তা আমাদের মধ্যে অনেকেই জানেন। শীতকালে লিপস্টিক ব্যবহারের সময় আপনাকে আপনার ঠোঁটের খেয়ালও রাখতে হবে। যেন কোনওভাবেই লিপস্টিকের কারণে আপনার ঠোঁট শুকিয়ে না যায়।

গরমকালে ম্যাট লিপস্টিক ব্যবহারের চল বেশি হয়। বিশেষজ্ঞরা যদিও শীতে ম্যাট লিপস্টিক ব্যবহার করতে বারণ করেন। তাঁদের মতে, শীতে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে তা ঠোঁট আরও বেশি শুকনো করে দিতে পারে। তার ফলে ঠোঁট সতেজ থাকবে না। সেভাবেই আপনাকে লিপস্টিক নির্বাচন করতে হবে।

Winter Lip Shades

তবে ম্যাট লিপস্টিক যে লাগানো যাবে না তা একেবারেই নয়। সেক্ষেত্রে লিপস্টিক লাগানোর আগে পেট্রোলিয়াম জেলি দিয়ে ঠোঁট আর্দ্র ও কোমল করে নিন। শীতের এমন শুকনো আবহাওয়ায় গ্লসি বা ক্রিমি লিপস্টিক লাগানোই ভাল। বাড়ি ফিরে তুলোয় অলিভ অয়েল লাগিয়ে লিপস্টিক সম্পূর্ণ তুলে ফেলুন। ঠোঁটের ত্বক খুবই কোমল, তাই জোরে ঘষা উচিত নয়। আস্তে আস্তে তুলো ঘষে ভাল ভাবে তুলে ফেলুন।

প্রতি বছরই লিপস্টিকের ধরন এবং স্টাইল অনেকটাই পালটে যায়। ওমব্রে স্টাইলে লিপস্টিক ব্যবহার এখন জনপ্রিয়। ঠোঁটের চারদিকে গাঢ় রং লাগিয়ে মাঝের অংশে একই রঙের অপেক্ষাকৃত হালকা শেডের লিপস্টিক লাগানোই ওমব্রে স্টাইল। দুটি রং সুন্দর মতো মিশিয়ে দিতে পারলে দেখতে খুব ভাল লাগে ।

কোন কোন শেড বেছে নেবেন এই শীতে?

পাম রঙ:

পাম এই মরশুমে বেশ হিট, বিশেষত রেড কার্পেটে। বিভিন্ন ব্র্যান্ডের পাম ম্যাট লিপস্টিক আপনি পাবেন ।

বার্গান্ডি শেড:

লালের পরিবর্তে সবথেকে ভাল পছন্দ হতে পারে বার্গান্ডি শেডের লিপস্টিক। বার্গান্ডি যেমন বোল্ড, একইভাবে আকর্ষণীয় বটে। সবার নজর আপনার দিকে এনে দেওয়ার ক্ষমতা আছে ।

গোলাপি রঙ:

একটি একঘেয়ে দিনকে মুহূর্তে রঙ দিতে পারে গোলাপি শেড। এই শীতে ট্রাই করুন এই শেড। মেকআপে অ্যাড করুন হালকা ব্লাশ।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…