Travel Rules: সুখবর! কোভ্যাক্সিন নেওয়া থাকলেই ঘুরে আসতে পারেন এই দেশগুলি

অনেক দিন গৃহবন্দি। আর ভাল লাগছে না। ভ্যাকসিনের দুটি ডোদডই যদি নেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে তো কোনও চিন্তাই নেই। ঘুরে আসতে পারেন এই ছয়টি দেশ।

| Edited By: | Updated on: Oct 16, 2021 | 3:10 PM
আপনার কোভিড ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। তাহলে কোনও চিন্তা। কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন যে কোনও একটির দুটি ডোজ় নেওয়া থাকলে ঘুরে আসতে পারেন এস্তোনিয়া। ভ্যাকসিন নেওয়া থাকলে কোয়ারেন্টিনের কড়া নিয়মও পালন করতে হবে না।

আপনার কোভিড ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে। তাহলে কোনও চিন্তা। কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন যে কোনও একটির দুটি ডোজ় নেওয়া থাকলে ঘুরে আসতে পারেন এস্তোনিয়া। ভ্যাকসিন নেওয়া থাকলে কোয়ারেন্টিনের কড়া নিয়মও পালন করতে হবে না।

1 / 6
গ্রীস বহু পর্যটন প্রেমীদের স্বপ্নের শহর। এখন যদি গ্রীসে বেড়াতে যান তাহলে নয় আপনাকে ভ্যাকসিনের দুই ডোজ়ের শংসাপত্র দেখাতে হবে, না হলে ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট করাতে হবে। গ্রীসে পৌঁছিয়েও করাতে হবে টেস্ট। পজিটিভ এলে কোয়ারেন্টিন আবশ্যিক।

গ্রীস বহু পর্যটন প্রেমীদের স্বপ্নের শহর। এখন যদি গ্রীসে বেড়াতে যান তাহলে নয় আপনাকে ভ্যাকসিনের দুই ডোজ়ের শংসাপত্র দেখাতে হবে, না হলে ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট করাতে হবে। গ্রীসে পৌঁছিয়েও করাতে হবে টেস্ট। পজিটিভ এলে কোয়ারেন্টিন আবশ্যিক।

2 / 6
ভারতের প্রতিবেশি দেশই হল নেপাল। ইউরোপীয়ান দেশগুলির থেকে নেপাল এক্ষেত্রে একটু বেশিই কঠিন। ভ্যাকসিন নেওয়া থাকলেও কোভিড 
টেস্টের নেগেটিভ রিপোর্ট ওখানে দেখানো বাধ্যতামূলক। ৭ দিনের নিভৃতবাস তো আবশ্যিক।

ভারতের প্রতিবেশি দেশই হল নেপাল। ইউরোপীয়ান দেশগুলির থেকে নেপাল এক্ষেত্রে একটু বেশিই কঠিন। ভ্যাকসিন নেওয়া থাকলেও কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট ওখানে দেখানো বাধ্যতামূলক। ৭ দিনের নিভৃতবাস তো আবশ্যিক।

3 / 6
কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুই ভ্যাকসিনেই ছাড়পত্র মিলেছে শ্রীলঙ্কায়। কিন্তু  শ্রীলঙ্কার এয়ারপোর্টে নামার পর কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। আর যতক্ষণ না হাতে মিলছে নেগেটিভ রিপোর্ট ততদিন কিন্তু থাকতে হবে কোয়ারেন্টিনে।

কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুই ভ্যাকসিনেই ছাড়পত্র মিলেছে শ্রীলঙ্কায়। কিন্তু শ্রীলঙ্কার এয়ারপোর্টে নামার পর কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। আর যতক্ষণ না হাতে মিলছে নেগেটিভ রিপোর্ট ততদিন কিন্তু থাকতে হবে কোয়ারেন্টিনে।

4 / 6
কোভ্যাক্সিন নেওয়া থাকলে ঘুরতে যেতে পারেন ইরান। তবে সঙ্গে রাখতে হবে টিকার শংসাপত্র। আর ৯৬দিন আগে অ্যান্টিজেন টেস্ট করাতেই হবে।

কোভ্যাক্সিন নেওয়া থাকলে ঘুরতে যেতে পারেন ইরান। তবে সঙ্গে রাখতে হবে টিকার শংসাপত্র। আর ৯৬দিন আগে অ্যান্টিজেন টেস্ট করাতেই হবে।

5 / 6
মরিশাসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। ভ্যাকসিন নেওয়া থাকলে তাহলে এখনই ব্যাগ প্যাক করে ফেলুন। কয়েকটা নিয়ম খালি মাথায় রাখতে হবে। যতই ভ্যাকসিন নেওয়া থাকুক না কেন তিন থেকে সাতদিন আগে অ্যান্টিজেন টেস্ট করাতেই হবে।

মরিশাসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। ভ্যাকসিন নেওয়া থাকলে তাহলে এখনই ব্যাগ প্যাক করে ফেলুন। কয়েকটা নিয়ম খালি মাথায় রাখতে হবে। যতই ভ্যাকসিন নেওয়া থাকুক না কেন তিন থেকে সাতদিন আগে অ্যান্টিজেন টেস্ট করাতেই হবে।

6 / 6
Follow Us: