AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Checks: চেক মেটেই নজর কাড়লেন বলি-টলির এই দুই নায়িকা, আপনার ওয়ার্ড্রোবেও আছে তো?

Checks in fashion: স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে এই চেকস শাড়িটি পরেছেন পাওলি। আঁচল ছেড়েই পরেছেন। গলায় একটা সিলভার চোকার, খোলা চুলে খুব সুন্দর দেখতে লাগছে পাওলিকে। অন্যদিকে সরু লাল পাড়ে লাদা-গোলাপি চেকস শাড়ি পরেছেন বিদ্যা বালন

Checks: চেক মেটেই নজর কাড়লেন বলি-টলির এই দুই নায়িকা, আপনার ওয়ার্ড্রোবেও আছে তো?
আপনার কালেকশনেও আছে তো
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 3:33 PM
Share

ফ্যাশনে তাই ঘুরে ফিরে আসে বারবার যা আগে ছিল। যাঁরা ফ্যাশনের খোঁজ খবর রাখেন তাঁরা সকলেই জানেন যে চেকস বহুদিন ধরেই ফ্যাশনে ইন। শাড়ি, স্কার্ট, জ্যাকেটে এই চেকস দেখতে বেশ লাগে। আজ থেকে ৫ বছর আগে বাজারে খুবই জনপ্রিয় হয়েছিল গামছা চেকস। বর্তমানে সেই জনপ্রিয়তায় সামান্য ভাঁটা পড়লেও এখনও কিন্তু বাজারে মোটামুটি চাহিদা রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন উইকগুলির মার্জার সরণিতে যে ফ্যাশন ট্রেন্ডগুলি বারবার ঘুরে ফিরে এসেছে, সেগুলির মধ্যে অন্যতম হলো জিংহ্যাম লুক৷ তবে যাঁরা বয়ন শিল্প সম্পর্কে একটু-আধটু খবরা-খবর রাখেন, তাঁদের কাছে জিংহ্যাম একেবারেই অপরিচিত শব্দ নয়৷

এটি আসলে সুতির কাপড়ে বোনা চেক প্যাটার্ন৷ একেবারে প্রথমের দিকে এই জিংহ্যাম হত স্ট্রাইপে। এই সাদামাটা চেকসই ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। আর চেকসের সঙ্গে অনেক রকম ফ্যাশন করা যায়। মূলত সাদা-কালো, সাদা-লাল, ধূসর-কালো, সাদা সবুজ, সাদা-নীল এরকম রঙে হয়। সলিড রঙের যে কোনও রঙের সঙ্গে এই চেকস খুবই ভাল লাগে। ধরা যাক কালো রঙের মিনি স্কার্টের সঙ্গে সাদা-কালো চেকসের টপ দেখতে বেশ লাগে। আবার সলিড রঙের কোনও ব্লাউজের সঙ্গেও ভাল লাগে চেকস শাড়ি। এই চেকসে যেমন সুতির হ্যান্ডলুম হয় তেমনই সিল্কও হয়। তবে এই চেকস সুল্ক শাড়িতে দেখতেও দারুণ লাগে। বর্তমানে আবারও ফিরে এসেছে এই চেকস।

কিছুদিন আগেই বিদ্যা বালন আর পাওলি দামকে দেখা গিয়েছে এই চেকস সিল্কের শাড়িতে। ভিলাসা বেঙ্গল নামের কলকাতার একটি বুটিক থেকেই এই দুটি শাড়ি বেছে নিয়েছিলেন দুই নায়িকা। আর দুজনকেই যে ভারী ভাল লাগছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু বিদ্যা নয়, বলিউডের আরও কিছু নায়িকাকেও দেখা গিয়েছে এখানকার শাড়িতে। স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে এই চেকস শাড়িটি পরেছেন পাওলি। আঁচল ছেড়েই পরেছেন। গলায় একটা সিলভার চোকার, খোলা চুলে খুব সুন্দর দেখতে লাগছে পাওলিকে। অন্যদিকে সরু লাল পাড়ে লাদা-গোলাপি চেকস শাড়ি পরেছেন বিদ্যা বালন। গোলাপি রঙের চেকস প্যার্টানের গ্লাস হাতা ব্লাউজ, কানে ঝুমকা আর চুলে খোঁপা করে ফুল লাগিয়েছেন। হাতে অক্সিডাউজের ঝুমকো বালা। সব মুলিয়ে বিদ্যাকে লাগছিল একেবারে বং গার্ল। গরদের উপর ফুশিয়া পিংক আর সাদা সিল্ক এখন খুবই ট্রেন্ডিং। আর তাই নতুন বছরের কোনও নিমন্ত্রণে যাওয়ার আগে এমন শাড়ি বেছে নিতেই পারেন।